1. Question: হিসাবরক্ষনের মুল কারন হলো-

    A
    ব্যবসায়ের আয়ের লিখিত হিসাব রাখা

    B
    ব্যবেসায়ের খরচের হিসাব রাখা

    C
    ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরুপন করা

    D
    ব্যবসায়ের সম্পদ ও দাযের লিখিত হিসাব রাখা

    Note: Not available
    1. Report
  2. Question: হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়- ১. ব্যয় নিয়ন্ত্রন ২. প্রতিষ্ঠানের প্রতিরনা ও জালিয়াতি রোধ ৩. সম্পদ দায় ও ও মালিকানা স্বত্বের পরিমান নির্নয়

    A
    ১ ও ২

    B
    ১ ও ৩

    C
    ২ ও ৩

    D
    ১, ২ ও ৩

    Note: Not available
    1. Report
  3. Question: হিসাবের বিভিন্ন বিবরনী ও প্রতিবেদন প্রস্তুুত করনে বাধ্যতামুলকভাবে কী ব্যবহৃত হয়

    A
    অর্থনৈতিক জ্ঞান

    B
    হিসাববিজ্ঞানের জ্ঞান

    C
    ইতিহাসের জ্ঞান

    D
    পরিসংখ্যানের জ্ঞান

    Note: Not available
    1. Report
  4. Question: হিসাবের বিভিন্ন বিবরনী ও প্রতিবেদন প্রস্তুতকরনে বাধ্যতামুলক কী ব্যবহৃত হয়

    A
    অর্থনৈতিক জ্ঞান

    B
    হিসাববিজ্ঞানের জ্ঞান

    C
    ইতিহাসের জ্ঞান

    D
    পরিসংখ্যানের জ্ঞান

    Note: Not available
    1. Report
  5. Question: পতিষ্ঠানের বিভিন্ন প্রকার প্রয়োজনীয়ন তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানাতে সাহায্য কোনটি

    A
    হিসাববিজ্ঞান

    B
    হিসাববিজ্ঞাননীতি

    C
    প্রতিবেদন ও বিবরনী

    D
    বিশদ আয় ও বিবরনী

    Note: Not available
    1. Report
  6. Question: হিসাব তথ্যাবলি প্রতিষ্ঠানকে কীভাবে সাহায্য করে

    A
    সুনাম অর্জনে

    B
    মুলধন সংগ্রহে

    C
    মুনাফা অর্জনে

    D
    সিদ্ধান্ত গ্রহনে

    Note: Not available
    1. Report
  7. Question: সমাজে প্রতিটি ক্ষেত্রে কোন ধরনের ঘটনা পরিলক্ষিত হয়

    A
    সম্পওি সংক্রান্ত

    B
    কাল্পনিক

    C
    ব্যয় সম্পর্কিত

    D
    অর্থসম্পর্কিত

    Note: Not available
    1. Report
  8. Question: আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানার প্রয়োজন হয়- ১. নির্দিষ্ট পদ্ধতি ২. নির্দিষ্ট কৌশল ৩. হিসাববিজ্ঞানের জ্ঞান নিচের কোনটি সঠিক

    A
    ১ ও ২

    B
    ১ ও ৩

    C
    ২ ও ৩

    D
    ১, ২ ও ৩

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ নাম্বার থেকে ৩৫ নাম্বার পশ্নের উওর দাও : জনাব আনিসুর রহমান মেসার্স কবির বাদার্স এর দৈনদ্নি লেনদেন লিপিবদ্ধ করেন । তাছাড়া তিনি প্রতিমাসে ৩,০০০ টাকা পর্যন্ত খরচ নির্বাহ রাখার ক্ষমতা রাখেন । কিন্তু ব্যবসায়ের কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় মার্চ মাসে ৩,৮০০ টাকা খরচ হবে বলে তিনি ধারনা করেছেন ।

    A
    নির্দিষ্ট পদ্ধতি

    B
    নির্দিষ্ট কৌশল

    C
    হিসাববিজ্ঞানের জ্ঞান

    D
    সবগুলোই

    Note: Not available
    1. Report
  10. Question: জনাবের আনিসুর রহমানের কাজটি মুলত-

    A
    হিসাবরক্ষন

    B
    টাকা পয়সা জমা রাখা

    C
    ব্যয় নির্বাহ

    D
    আর্থিক অবস্থা নিরূপন করা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd