1. Question: পারিবারিক বাজেটের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম । কারণ - i. বাজেট প্রণয়ন দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করে ii. বাজেটের মাধ্যমে পরিবারের ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় iii. বাজেটের মাধ্যমে পরিবারের সঞ্চয় করার অভ্যাস সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  2. Question: ব্যয় নিয়ন্ত্রণ হিসাববিজ্ঞানের একটি -

    A
    উদ্দেশ্য

    B
    প্রয়োজনীয়তা

    C
    গুরুত্ব

    D
    সুবিধা

    Note: Not available
    1. Report
  3. Question: ব্যয় নিয়ন্ত্রন করে কী অর্জন করা যায় ?

    A
    আর্থিক সচ্ছলতা

    B
    মোট লাভ

    C
    নিট লাভ

    D
    জ্ঞান অর্জন করা যায়

    Note: Not available
    1. Report
  4. Question: মি. রফিক একজন চা বিক্রেতা । দিনের শুরুতে তিনি ৫০০ টাকা নিয়ে বাসা থেকে বের হন । দিন শেষে তার কাছে ৪৫০ টাকা রইল এবং ক্রেতাদের নিকট পাওয়া ১৫০ টাকা । মি. রফিকের মুনাফার পরিমাণ কত ?

    A
    ৫০০ টাকা

    B
    ৪৫০ টাকা

    C
    ১৫০ টাকা

    D
    ১০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: মি আরিফের মাসিক আয় ১২,০০০ টাকা । তার বাসা ভা্ড়া ৩,০০০ টাকা, পারিবারিক করচ ৫,০০০ টাকা ও্ অন্যন্য ব্যয় ১,০০০ টাকা হলে সঞ্চয় কত ?

    A
    ১২,০০০ টাকা

    B
    ৯,০০০ টাকা

    C
    ৩,০০০ টাকা

    D
    ৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: জনাব হামিদ মাসিক ১০,০০০ টাকা আয় করেন এবং পুরোটাই মাসিক খরচের জন্য ব্যয় করেন । তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করতে চান সে ক্ষেত্রে তার দরকার -

    A
    বর্তমানে চিন্তা

    B
    ভবিষ্যত চিন্তা

    C
    কৃপন হওয়া

    D
    সুষ্ঠ হিসাব সংরক্ষণ

    Note: Not available
    1. Report
  7. Question: যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের -

    A
    লাভ-ক্ষতি নির্নয় সম্ভব

    B
    সঠিক আর্থিক অবস্থা নির্নয় করা সম্ভব

    C
    সম্পদ বৃদ্ধি করা সম্ভব

    D
    ব্যয় কমানো সম্ভব

    Note: Not available
    1. Report
  8. Question: সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের - i. ব্যয় নিয়ন্ত্রণ করা যায় ii. অপচয় রোধ করা যায় iii. আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  9. Question: প্রতিষ্ঠানের দায় ও মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কোনটি সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা পাওয়া যায় ?

    A
    আর্থিক বিবরণী

    B
    চূড়ান্ত হিসাব

    C
    আর্থিক অবস্থা

    D
    হিসাব ব্যবস্থাপনা

    Note: Not available
    1. Report
  10. Question: কোনো প্রতিষ্ঠনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা ভালোভাবে জানার জন্য প্রয়োজন -

    A
    লেনদেনের সঠিক লিপিবদ্ধকরণ

    B
    লেনদেন বিশ্লেষণ

    C
    সঠিক তথ্য যাছাই করণ

    D
    আর্থিক কৌশল বিশ্লেষণ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd