1. Question: ব্যবসায় যাবতীয় হিসাব সংরক্ষন করা হয় -

    A
    জাবেদায়

    B
    নগদান বইতে

    C
    খতিয়ানে

    D
    আর্থিক বিবরনী

    Note: Not available
    1. Report
  2. Question: খতিয়ান প্রস্তুতের জন্য - i. জাবেদা দাখিলা জরুরি ii. জাবেদা দাখিলা জরুরি নয় iii. সুনির্দিষ্ট ছক জরুরি নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  3. Question: খতিয়ান হিসাবকে কয় প্রকার ছকে করা যায় ?

    A
    তিন প্রকার

    B
    দুই প্রকার

    C
    এক প্রকার

    D
    চার প্রকার

    Note: Not available
    1. Report
  4. Question: খতিয়ান T ছকের কয়টি ঘর থাকে ?

    A
    পাঁটটি

    B
    আটটি

    C
    সাতটি

    D
    দশটি

    Note: Not available
    1. Report
  5. Question: হিসাবের T ছকে প্রত্যেক দিকে কয়টি করে ঘর থাকে ?

    A
    তিনটি

    B
    দুইটি

    C
    চারটি

    D
    পাঁচটি

    Note: Not available
    1. Report
  6. Question: লেনদেনের প্রথমে জাবেদায় লিপিবদ্ধ না করেও সরাসরি - লেখা যায় ।

    A
    আর্থিক বিবরণীতে

    B
    রেওয়ামিলে

    C
    খতিয়ানে

    D
    কোখাও না

    Note: Not available
    1. Report
  7. Question: জাবেদা থেকে দাখিলাসমূহ পৃথকভাবে খতিয়ানের হিসাবসমূহে স্থানান্তরিত করার কাজ কে কী বলা হয় ?

    A
    জাবেদায়ন

    B
    সংক্ষিপ্তকরণ

    C
    লিপিবদ্ধকরণ

    D
    খতিয়ানভুক্তকরন

    Note: Not available
    1. Report
  8. Question: জাবেদা থেকে দলিলসমূহ পৃথকভাবে খতিয়ানের হিসাবসমূহ স্থানান্তরিত করার কাজকে কী বলা হয় ?

    A
    চিহিৃতকরণ

    B
    সংক্ষিপ্তকরণ

    C
    লিপিবদ্ধকরণ

    D
    পোর্টিং

    Note: Not available
    1. Report
  9. Question: কোনো খথিয়ানের হিসাব ক্রেডিট দিকে পোস্টিং হলে বিবরনের কলামে কোনটি লেখা হবে ?

    A
    ডেবিট হিসাব

    B
    সংশ্লিষ্ট হিসাবের নাম

    C
    ডেবিট হিসাব খাতের নাম

    D
    ক্রেডিট হিসাব খাতের নাম

    Note: Not available
    1. Report
  10. Question: হিসাবের ডেবিট দিকে যোগফল এবং ক্রেডিট দিকের যোগফলের অন্তরকে কী বলা হয় ?

    A
    জের

    B
    ক্রেডিট করা

    C
    ডেবিট করা

    D
    হিসাব বন্ধ করা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd