আমাদের দায়িত্ব ও কর্তব্য
 
  1. Question: কী কারণে আমাদের শরীরে বা বাড়িতে আগুন লেগে দূর্ঘটনা ঘটতে পারে?

    A
    ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালিয়ে রাখলে

    B
    জমে থাকা গ্যাসে আগুন জ্বালালে

    C
    মাটির চুলা সতর্কভাবে ব্যবহারের কারণে

    D
    গ্যাসের চুলার তীব্রতা বেশি থাকলে

    Note: Not available
    1. Report
  2. Question: কোন অপরিচিত লোক যদি বাসায় এসে দরজা ধাক্কা দেয় তাহলে তখন আমাদের কী করা উচিত?

    A
    সাথে সাথে দরজা খুলে দিব

    B
    দরজা খোলা উচিত নয়

    C
    আগে দরজা খুলে পরে কে তা জিজ্ঞাসা করব

    D
    ঘরে এসে বসতে বলব

    Note: Not available
    1. Report
  3. Question: বাড়িতে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কী রাখতে হবে?

    A
    ওষুধের বাক্স

    B
    ডিসপেনসারি

    C
    স্যাভলন

    D
    চিকিৎসার বাক্স

    Note: Not available
    1. Report
  4. Question: কী ধরনের কাজ শিশুদের করা উচিত নয়?

    A
    নিরাপত্তা নষ্ট হতে পারে এরকম কাজ

    B
    হাসাহাসি না করা

    C
    পড়াশুনা করা

    D
    লাফালাফি না করা

    Note: Not available
    1. Report
  5. Question: অধিকারের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে-

    A
    কর্তব্যের

    B
    অবহেলার

    C
    ফাঁকিবাজির

    D
    মৌলিক অধিকারের

    Note: Not available
    1. Report
  6. Question: সমাজে শান্তি নষ্ট হয় এমন কোন কাজ করব না কেন?

    A
    সমাজ জীবনকে সুন্দর রাখতে

    B
    রাষ্ট্রকে সুন্দর রাখতে

    C
    বাবা-মার কাছে ভালো থাকার জন্য

    D
    শিক্ষদের কাছে ভালো থাকার জন্য

    Note: Not available
    1. Report
  7. Question: তোমার সমাজের অসুবিধাগ্রস্ত মানুষের সাথে তুমি কেমন আচরণ করবে?

    A
    সহমর্মিতা দেখাবে

    B
    অসহযোগিতা করবে

    C
    বকা দিবে

    D
    কথা বলবে না

    Note: Not available
    1. Report
  8. Question: তুমি দেশ সেবার জন্য তোমাকে প্রস্তুত করতে চাও। সেক্ষেত্রে তোমাকে কীভাবে প্রস্তুত করবে?

    A
    অর্থউপার্জন করব

    B
    অন্যকে সাহায্য করব

    C
    পিতামাতাকে কাজে সাহায্য করব

    D
    বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব

    Note: [প্রা. শি. স. প. ‘১৩]
    1. Report
  9. Question: রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব নয় কোনটি?

    A
    রাষ্ট্রের প্রতি অনুগত থাকা

    B
    আইন মেনে চলা

    C
    নিয়মিত কর প্রদান করা

    D
    রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা না করা

    Note: Not available
    1. Report
  10. Question: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের যে অধিকার রয়েছে তা হল-

    A
    জীবন রক্ষার অধিকার

    B
    ভোটের অধিকার

    C
    শিক্ষালাভের অধিকার

    D
    ধর্ম পালনের অধিকার

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd