আমাদের মুক্তিযুদ্ধ
 
  1. Question: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল । এর কারন কী ?

    A
    মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা

    B
    আন্তর্জতিক সমর্থন লাভ

    C
    জনগনের সমর্থন আদায়

    D
    জনগনকে সচেতন করা

    Note: Not available
    1. Report
  2. Question: ৩০,০০০ নিয়মিত যোদ্ধাদের নিয়ে একটি বাহিনী যুদ্ধে অংশগ্রহন নিয়েছিল । এই বাহিনীর নাম কী ?

    A
    সামরিক বাহিনিী

    B
    বিমান বাহিনী

    C
    মুক্তিবাহিনী

    D
    মুক্তিফৌজ

    Note: Not available
    1. Report
  3. Question: মনে কর একজন মুক্তিযোদ্ধা তোমার বিদ্রালয়ে পরিদর্শনে এসেছেন । তুমি তাঁর নিকট কোনটি জানতে চাইবে ?

    A
    মুক্তিযোদ্ধাকালীন তাঁদের ভূমিকা

    B
    দেশের শিক্ষা ব্যাবস্থা

    C
    দেশের অর্থনৈতিক পরিস্থিতি

    D
    দেশের সামাজিক পরিস্থিতি

    Note: Not available
    1. Report
  4. Question: নোমানের দাদা মুক্তিযোদ্ধার সময় অস্ত্র বহন করত । নোমানের দাদা কোন গ্রূপের অন্তর্ভূক্ত ছিল ?

    A
    ইন্টেলিজেন্স গ্রুপ

    B
    অ্যাকশন গ্রুপ

    C
    শান্তি গ্রুপ

    D
    আল শামস

    Note: Not available
    1. Report
  5. Question: রিনার মা প্র্রশিক্ষন নিয়ে যুদ্ধে অংশ নেন । এছাড়াও তিনি থাবার , আশ্রয় ও তথ্য দিয়ে সাহায্য করেন । তিনি কী ?

    A
    চিকিৎসক

    B
    সাংস্কৃতিক কর্মী

    C
    মুক্তিযোদ্ধা

    D
    সমাজকর্মী

    Note: Not available
    1. Report
  6. Question: রানুর মা একাওরের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন । তিনি কীভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন ?

    A
    অর্থ দিয়ে

    B
    যুদ্ধের প্রশিক্ষন দিয়ে

    C
    অস্ত্র দিয়ে

    D
    খাবার, আশ্রয় ও তথ্য দিয়ে

    Note: Not available
    1. Report
  7. Question: যুদ্ধের সময় ক শত্রুদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখতেন ? তিনি কোন গ্রুপে কাজ করতেন ?

    A
    অ্যাকশন গ্রুপ

    B
    রি-অ্যাকশন গ্রুপ

    C
    ইন্টেলিজেন্স গ্রুপ

    D
    শান্তি কমিটি

    Note: Not available
    1. Report
  8. Question: যুদ্ধের সময় তুষার একজন গেরিলা যোদ্ধা ছিলেন । গেরিলা হিসেবে তার জন্য নির্দেশনা কী ছিল ?

    A
    শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবর সংগ্রহ করা

    B
    সম্মুখ ‍যুদ্ধে অংশগ্রহন করা

    C
    অস্ত সংগ্রহ করা

    D
    নতুন যোদ্ধাদের প্রশিক্ষন প্রদান

    Note: Not available
    1. Report
  9. Question: ১৯৭১ সালের ২৫- এ মার্চ রাতে পাকিস্তানী বাহিনিী একটি অভিযান পরিচালনা করে । এর নাম কী ?

    A
    অপারেশন জ্যাকপট

    B
    অপারেশন ক্লিনহার্ট

    C
    অপারেশন সার্চ লাইট

    D
    অপারেশন রেবেল হান্ট

    Note: Not available
    1. Report
  10. Question: অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তানী বাহিনী এদেশের অসংখ মানুষকে হত্যা করেছিল । এ হত্যাযজ্ঞ শুরু হয় কবে ?

    A
    ২৪-এ মার্চ

    B
    ২৫-এ মার্চ

    C
    ২৬-এ মার্চ

    D
    ২৭-এ মার্চ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd