জলবায়ু এবং দুর্যোগ
 
  1. Question: বিজ্ঞানীদের মতে, ছোট ছোট ভূমিকম্প কিসের পূর্বাভাস?

    A
    ঘূর্ণিঝড়ের

    B
    খরার

    C
    নদীভাঙনের

    D
    বড় ভূমিকম্পের

    Note: Not available
    1. Report
  2. Question: ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী হতে পারে?

    A
    পুরোপুরি শান্ত থাকতে হবে

    B
    আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে হবে

    C
    বিছানায় না থাকলে বালিশ ‍দিয়ে মাথা ঢেকে দিতে হবে

    D
    কাঁচা দালানে থাকলে বিম-এর পাশে দাঁড়াতে হবে

    Note: Not available
    1. Report
  3. Question: দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে কীভাবে প্রচার করে আমরা মানুষকে সতর্ক করব?

    A
    চিৎকার চেঁচামেচি করে

    B
    এলাকায় মাইকযোগে

    C
    কানে-কানে বলে

    D
    ভিডিও কনফারেন্স করে

    Note: Not available
    1. Report
  4. Question: গত বর্ষায় রেহানদের পুরো গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যায় । এটির কারন কী ?

    A
    ঘুর্নিঝড়

    B
    বন্যা

    C
    জলোচ্ছাস

    D
    গাছপালা কাটা

    Note: Not available
    1. Report
  5. Question: পলাশডাঙ্গা গ্রামে নদী ভাঙ্গন শুরু হয়েছে । এর প্রাকৃতিক কারন কোনটি বলে তুমি মনে কর ?

    A
    বন্যা

    B
    বালি উওোলন

    C
    গাছ কাটা

    D
    নদী খনন

    Note: Not available
    1. Report
  6. Question: রহিমদের গ্রামে বন্যার পানিতে কৃমিজমি তলিয়ে গেছে । এতে তাদের কী ধরনের ক্ষতি হয় ?

    A
    সামাজিক

    B
    অর্থনৈতিক

    C
    প্রাতিষ্ঠানিক

    D
    রাজনৈতিক

    Note: Not available
    1. Report
  7. Question: বন্যা হলেই সুমিতদের এলাকার নদীটির ভাঙ্গন শুরু হয় । এর মুল কারন কী ?

    A
    অতিরিক্ত পানির স্রোত

    B
    লঞ্চ চলাচল

    C
    কম ঢেউ

    D
    বেশি বৃষ্টি

    Note: Not available
    1. Report
  8. Question: আখিরা তীরবর্তী এলাকায় বাস করে । তারা গাছ পালা কেটে ঘরবাড়ি তৈরী করে । এর ফলে কোনটি দেখা দেয় ?

    A
    বন্যা

    B
    ঘুর্নিঝড়

    C
    ভূমিকম্প

    D
    নদীভাঙ্গন

    Note: Not available
    1. Report
  9. Question: নদী ভাঙ্গনের একটি অন্যতম কারণ হলো বন্যা । এটি কোন ধরনের দুর্যোগ ?

    A
    প্রাকৃতিক

    B
    ভৌগলিক

    C
    মানবসৃষ্ট

    D
    পরিবেশ দূষনগত

    Note: Not available
    1. Report
  10. Question: রুপগঞ্জ গ্রামের ফুলঝর নদী থেকে বালি উওোলন করা হয় । এর ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ সম্ভবনা থাকে

    A
    বন্যা

    B
    নদীভাঙ্গন

    C
    ঘুর্নিঝড়

    D
    খরা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd