বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
 
  1. Question: তুমি এবং তোমার ছোট বোন ঘরের মধ্যে অবস্থান করছ । সে সময় হঠাৎ করে গৃহে আগুন লেগে গেল । তোমরা সর্বপ্রথম কোন কাজটি আগে করবে ?

    A
    ঘর থেকে বের হয়ে যাব

    B
    আগুন নেবানোর চেষ্টা করব

    C
    অগ্নি নির্বাপক বাহিনিকে খবর দিব

    D
    সাহায্যোর জন্য প্রতিবেশিকে ডাকবো

    Note: Not available
    1. Report
  2. Question: তুমি রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললে । এক্ষেত্রে প্রথমে তোমার করনীয় কী ?

    A
    ডাক্তর ডেকে আনা

    B
    প্রাথমিক চিকিৎসা নেওয়া

    C
    প্রতিবেশিদের খবর দেওয়া

    D
    হাসপাতালে যাওয়া

    Note: Not available
    1. Report
  3. Question: তোমার বাড়িতে কারো বিপদ হলে প্রাথমিক চিকিৎসার জন্য কোনটি রাখা প্রয়োজন বলে তুমি মনে কর ?

    A
    নার্স

    B
    ওষুধ

    C
    প্রাথমিক চিচিৎসার বাক্স

    D
    ডাক্তার

    Note: Not available
    1. Report
  4. Question: মিসেস নাসরিন একটি বাক্সে তুলা কাঁচি জীবানুনাশক ব্যানেডজ গুচিয়ে রাখলেন । বাক্সটিকে কী বলা যায় ?

    A
    প্রাথমিক চিকিৎসার বাক্স

    B
    ওষুধের বাক্স

    C
    ডাক্তারের বাক্স

    D
    জীবানুনাশক বা্ক্স

    Note: Not available
    1. Report
  5. Question: আগুনে ঝুমার শরীর পুড়ে যাওয়ায় প্রতিবেশি নিপা পোড়াস্থানে ১০ মিনিট পানি ডালে । নিপার কাজটি কোন ধরনের ?

    A
    প্রাথমিক চিকিৎসা

    B
    উন্নত চিকিৎসা

    C
    কবিরাজী চিকিৎসা

    D
    গ্রাম্য চিকিৎসা

    Note: Not available
    1. Report
  6. Question: মাসুদ কৃষি জমিতে দেওয়ার জন্য কীটনাশক কিনে এনে সাবধানে রাখল । এটি কীসের সাথে সম্পৃক্ত ?

    A
    প্রাথমিক চিকিৎসার

    B
    নিরাপওার

    C
    উন্নত খাবারের

    D
    দুর্ঘটনার

    Note: Not available
    1. Report
  7. Question: শিক্ষক বলেন ক সম্পদটি রাষ্টীয় সম্পদ । তাই এর অপচয় করা উচিত নয় । এখানে কোন সম্পদকে বুঝানো হয়েছে ?

    A
    হাসপাতাল

    B
    খেলার মাঠ

    C
    বিদ্যালয়

    D
    বিদ্যুৎ

    Note: Not available
    1. Report
  8. Question: তুমি প্রতিদিন হেঁটে স্কুলে যাও । স্কুলে যাওয়ার সময় তোমার করনীয় কী হবে ?

    A
    রাস্তার মাঝখান দিয়ে যাওয়া

    B
    ওভারব্রিজ ব্যাবহার থেকে বিরত থাকা

    C
    ফুটপাত দিয়ে যাওয়া

    D
    আনেমনে রাস্তা পার হওয়া

    Note: Not available
    1. Report
  9. Question: মনি পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী । স্কুল থেকে বাসায় আসার সময় তার মা তাকে ওভারব্রিজ ব্যাবহার করার কথা বলে । এর কারন কী ?

    A
    শিক্ষা লাভ

    B
    নিরাপওা লাভ

    C
    অর্থ লাভ

    D
    সময় কমবে

    Note: Not available
    1. Report
  10. Question: শহরে বেড়াতে এসে নিশি দেখে দুর্ঘটনা এড়াতে রাস্তা পাওয়ার জন্য বিশেষ ব্যাবস্থা রয়েছে । এই বিশেষ ব্যাবস্থাটি কী ?

    A
    ওভারব্রিজ

    B
    দোতলা বাস

    C
    সাঁকো

    D
    ব্রিজ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd