বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
 
  1. Question: সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নাগরিকের অন্যতম কর্তব্য কেন?

    A
    যোগ্য প্রতিনিধি নির্বাচনের জন্য

    B
    শিক্ষিত ব্যক্তিকে নির্বাচনের জন্য

    C
    ধনী ব্যক্তিকে নির্বাচনের জন্য

    D
    রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্বাচনের জন্য

    Note: Not available
    1. Report
  2. Question: রাষ্ট্রের প্রতি কর্তব্য বলতে বোঝায়-

    A
    রাষ্ট্রের প্রতি অনুগত না থাকা

    B
    আইন না মেনে চলা

    C
    নিয়মিত কর প্রদান করা

    D
    ভোট দান না করা

    Note: Not available
    1. Report
  3. Question: নাগরিকদের নিয়মিত কর প্রদান করতে হয় কেন?

    A
    রাষ্ট্র পরিচালনার জন্য

    B
    মন্ত্রি এমপিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য

    C
    নাগরিকদের বাজার খরচের জন্য

    D
    নাগরিকদের বিলাসবহুল জীবনযাপনের জন্য

    Note: Not available
    1. Report
  4. Question: রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব হলো-

    A
    ভোটদান করা

    B
    শিক্ষালাভ করা

    C
    আইন মেনে চলা

    D
    ক ও খ সঠিক

    Note: Not available
    1. Report
  5. Question: যদি কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যাওয়া বা খাওয়ার জন্য তোমাকে জোর করে তবে তুমি কী করবে?

    A
    সাথে সাথে খেয়ে নিবে

    B
    সাথে সাথে তার সাথে চলে যাবে

    C
    আশেপাশে থাকা অন্যদের জানাবে

    D
    বকা দিবে

    Note: Not available
    1. Report
  6. Question: রাস্তায় চলার সময় একজন অপরিচিত ব্যক্তি একখানা চকলেট দিয়ে তোমার সাথে খাতির জমাতে চাইল। তুমি কী করবে?

    A
    আমি চকলেটটি নেব

    B
    আমি চকলেটটি নেব না

    C
    আমি চকলেটটি ফেলে দেব

    D
    আমি চকলেটটি নেব এবং পরে খাব

    Note: [প্রা. শি. স. প. ‘১৩]
    1. Report
  7. Question: রাস্তা পারাপারের জন্য তুমি কী ব্যবহার করবে?

    A
    জেব্রাক্রসিং

    B
    ওভারব্রিজ

    C
    ফ্লাইওভার

    D
    ক ও খ সঠিক

    Note: Not available
    1. Report
  8. Question: তোমারে মতে, রাস্তাঘাটে বিভিন্ন দুর্ঘটনার কারণ হতে পারে-

    A
    ওভার ব্রীজ থাকা সত্ত্বেও না ব্যবহার করার জন্য

    B
    রাস্তায় দৌড়াদৌড়ি করার জন্য

    C
    জেব্রাক্রসিং ব্যবহার করার জন্য

    D
    বেশি গতিতে গাড়ি চালানোর জন্য

    Note: Not available
    1. Report
  9. Question: আমরা প্রায়ই কী ধরনের কাজ করে থাকি?

    A
    ছুরি, কাচি ‍দিয়ে খেলতে যেয়ে বা অসতর্ক ব্যবহারের জন্য হাত পা কেটে ফেলি

    B
    সাঁতার না জানলেও পুকুর বা অন্য কোথাও পানিতে নেমে যাই

    C
    কারও না কারও সাথে মারামারি করি

    D
    ক ও খ সঠিক

    Note: Not available
    1. Report
  10. Question: সজিব ও সুনিল ধর্মীয় উৎসবগুলো খুবই জাঁকজমক ভাবে পালন করে । তাদের এই উৎসবগুলো পালনের অধিকারকে কী বলা হয় ?

    A
    ধর্মীয় অধিকার

    B
    সামাজিক অধিকার

    C
    মৌলিক মানবাধিকার

    D
    মৌলিক অধিকার

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd