বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
 
  1. Question: প্রাথমিক সমাপনী পরিক্ষায় ভালো ফলাফল নিয়ে উর্তীর্ন ছাত্র ছাত্রীর সংখ্যা উভয় শতকরা ৪২ জন । এতে কোনটি অর্জিত হয়েছে ?

    A
    নারী পুরুষের সমতা

    B
    নারী পুরুষের বৈষম্য

    C
    নারীর উন্নয়ন

    D
    পুরুষের উন্নয়ন

    Note: Not available
    1. Report
  2. Question: ১৯৩২ সালের ৯ ই ডিসেম্বর এক মহীয়সী নারী মৃত্য বরণ করেন । কে এই মহীয়সী নারী ?

    A
    সুফিয়া কামাল

    B
    সুলতানা কামাল

    C
    বেগম ফয়েজুন্নেসা

    D
    বেগম রোকেয়া

    Note: Not available
    1. Report
  3. Question: স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয় । এ দিবসের তাৎপর্য্য কী ?

    A
    নারী পুরুষের সমতা

    B
    নারী পুুরুষের অসমতা

    C
    নারীকে বেশি গুরুত্ব দেওয়া

    D
    নারী ও পুরুষের বৈষম্য

    Note: Not available
    1. Report
  4. Question: ক গার্মেন্টস নারী পুরুষের মজুরি ভিন্নতা কীভাবে নারীর অধিকারকে ক্ষুন্ন করেছে ?

    A
    নারীদের বেশি মজুরি দেয়

    B
    পুরুষদের বেশি মজুরি দেয়

    C
    উভয়কে বেশি মজুরি দিয়ে

    D
    নারীদের দেরিতে মজুরি দিয়ে

    Note: Not available
    1. Report
  5. Question: ক নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষনার দাবী জানান । ক এর সাথে কার সাদৃশ্য রয়েছে ?

    A
    বেগম রোকেয়া

    B
    ক্লারা জেটকিন

    C
    মাদার তেরেসা

    D
    রানি ভিক্টোরিয়া

    Note: Not available
    1. Report
  6. Question: ৮ই মার্চ সারা বিশ্বে একটি দিবস হিসেবে পালিত হয় । এখানে কোন দিবসের কথা বলা হয়েছে ?

    A
    নারী দিবস

    B
    রোকেয়া দিবস

    C
    মজুরি দিবস

    D
    কৃষি দিবস

    Note: Not available
    1. Report
  7. Question: নিউয়র্কের পোশাক কারখানার নারী শ্রমিকরা পুরুষের সমান মজুরি ও শ্রমের দাবিতে প্রথম আন্দোলন করেন এটি কোন সালে ঘটেছিল ।

    A
    ১৭৪৫ সালে

    B
    ১৮৫৬ সালে

    C
    ১৮৫৭ সালে

    D
    ১৮৬৪ সালে

    Note: Not available
    1. Report
  8. Question: নিউয়র্কের নারীরা গার্মেন্টস শিশুশ্রম বন্ধে আন্দোলনের ডাক দিলে ২০,০০০ নারী শ্রমিক অংশ নেয় । এটি নারীদের কিসের উদাহরণ সৃষ্টি করেছে ?

    A
    ঐক্যবদ্ধতার

    B
    প্রতিযোগিতার

    C
    প্রতিবাদের

    D
    সচেতনতার

    Note: Not available
    1. Report
  9. Question: সাজেদার বিয়ের সময় বরপক্ষকে এক লক্ষ টাকা দিতে না পারায় প্রায়ই নির্যাতনের শিকার হয় । এটা ‍কোন ধরনের নির্যাতন ?

    A
    যৌতুকের দাবিতে নির্যাতন

    B
    ধর্মীয় অপরাধের জন্য নির্যাতন

    C
    পরিবারে বোঝা হওয়ার নির্যাতন

    D
    অর্থ উপার্জন না করার জন্য নির্যাতন

    Note: Not available
    1. Report
  10. Question: রাজিয়ার শশুর বাড়ির লোকেরা পর্দার দোহাই দিয়ে তাকে চাকরি করতে দেয়না । এতে তার কোন অধিকার লঙ্ঘিত হচ্ছে ?

    A
    মানবাধিকার

    B
    সামাজিক অধিকার

    C
    রাজনৈতিক অধিকার

    D
    অর্থনৈতিক অধিকার

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd