বাংলাদেশ ও বিশ্বপরিচয় - অষ্টম শ্রেণি
 
  1. Question: বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?

    A
    সিলেট

    B
    রাজশাহী

    C
    চট্টগ্রাম

    D
    ঢাকা

    Note: Not available
    1. Report
  2. Question: কোন দেশের মুর্তি ময়মনসিংহের জাদুঘরে স্থান পেয়েছে?

    A
    ইটালি

    B
    রাশিয়া

    C
    ব্রাজিল

    D
    পর্তুগাল

    Note: Not available
    1. Report
  3. Question: মুক্তাগাছার জমিদারদের প্রত্ন নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য-

    A
    সরস্বতী ও বিষ্ণু মূর্তি

    B
    সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পান্ডুলিপি

    C
    আলোকচিত্র

    D
    কারুকার্যখচিত পোশাক ও জিনিষপত্র

    Note: Not available
    1. Report
  4. Question: বলধার জমিদারের নাম কী?

    A
    প্রতাপ নারায়ণ চৌধুরি

    B
    নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরি

    C
    কৃষ্ণচন্দ্র মজুমদার

    D
    প্রকাশ কুমার চৌধুরি

    Note: Not available
    1. Report
  5. Question: আঠারো ও উনিশ শতকে ঢাকায় বেশ কয়েকটি গির্জা নির্মিত হয়েছিল, কারণ-

    A
    ঢাকার অনেক মানুষ খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছিল

    B
    ব্রিটিশদের ধর্ম পালনের অসুবিধা হচ্ছিল

    C
    ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষ জড়ো হয়েছিল

    D
    আমেরিকানদের ধর্ম পালনের অসুবিধা হচ্ছিল

    Note: Not available
    1. Report
  6. Question: ঔপনিবেশিক যুগের সাংস্কৃতিক সম্পর্কে ধারণা পেতে কোন পন্থা অনুসরণ করা সর্বোত্তম হবে বলে তুমি মনে কর?

    A
    ঐতিহাসিক বই পড়া

    B
    ঐ যুগে নির্মিত স্থাপত্য গুলো দেখা

    C
    লোকশিল্প জাদুঘরগুলোতে যাওয়া এবং মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা

    D
    লোকমুখে শূন্য

    Note: Not available
    1. Report
  7. Question: হিন্দু জমিদারদের গড়া প্রসাদ বা মন্দির কীসের নিদর্শন বহন করে বলে তুমি মনে কর?

    A
    হিন্দু জমিদারদের ব্যয়বহুল প্রসাদ গড়ার অীভলাষ

    B
    হিন্দু জমিদারদের উন্নয়ন

    C
    ধর্মের প্রতি অনুরাগ

    D
    হিন্দু প্রজাদের উন্নয়ন

    Note: Not available
    1. Report
  8. Question: বাংলাদেশের প্রত্ননিদর্শনগুলো কোথায় সংরক্ষণ করা হয়?

    A
    চিড়িয়াখানায়

    B
    শিশু পার্কে

    C
    লাইব্রেরিতে

    D
    জাদুঘরে

    Note: Not available
    1. Report
  9. Question: পুরোনো দিনের প্রত্নসম্পদ থেকে ধারণা পাওয়া যায়-

    A
    মানব আচরণ

    B
    সামাজিক অবস্থা

    C
    ইতিহাস ও ঐতিহ্য

    D
    রাজনৈতিক অবস্থা

    Note: Not available
    1. Report
  10. Question: ঢাকার নওয়াবদের ব্যবহারিত জিনিসপত্র সংগ্রহশালা হলো-

    A
    ঢাকার জাদুঘরে

    B
    আহসান মঞ্জিল

    C
    ময়মনসিংহের জাদুঘর

    D
    আঞ্চলিক জাদুঘর

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd