বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী
 
  1. Question: সেনাবাহিনীতে নিচের চারটি পদের কোনটি সর্বোচ্চ ?

    A
    বিগ্রেডিয়ার জেনারেল

    B
    লেফটেনেন্ট জেনারেল

    C
    মেজর জেনারেল

    D
    লেফটেনেন্ট কর্ণেল

    Note: Not available
    1. Report
  2. Question: সামরিক শাসন জারি হলে জনগণের -

    A
    সার্বভৌমত্ব থাকে না

    B
    সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে

    C
    সার্বভৌমত্ব উহ্য থাকে

    D
    সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে না

    Note: Not available
    1. Report
  3. Question: বঙ্গ-ভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন ?

    A
    মিবার্ড

    B
    সম্রাট আকবর

    C
    লর্ড ক্যানিং

    D
    সম্রাট শাহ্‌জাহান

    Note: Not available
    1. Report
  4. Question: বর্তমানে (২০১৫) বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে?

    A
    আবু বেলাল মোহাম্মদ শফিউল ইসলাম

    B
    আবু এসরার

    C
    ইকবাল করিম ভূইয়া

    D
    মাসুদ রাজ্জাক

    Note: Not available
    1. Report
  5. Question: বাংলাদেশের পুলিশ আইন প্রণিত হয় -

    A
    ১৮৫৪ সালে

    B
    ১৮৬১ সালে

    C
    ১৯৪৭ সালে

    D
    ২০০১ সালে

    Note: Not available
    1. Report
  6. Question: পালকি, অরুণ আলো, আকাশপ্রদীপ, রাঙাপ্রভাত, মেঘদূত ও ময়ূরপঙ্খী এগুলো কি?

    A
    বিমান বহরের উড়োজাহাজ

    B
    বেগুনের কয়েকটি জাত

    C
    নৌবহরের জাহাজ

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয়? (Which one is not a Defence Service in Bangladesh ?)

    A
    সেনাবাহিনী (Army)

    B
    নৌবাহিনী (Navy)

    C
    বিডিআর (BDR)

    D
    None of these

    Note: Not available
    1. Report
  8. Question: বাংলাদেশের দেশরক্ষা বাহিনীর সংগঠন বিভক্ত -

    A
    দু ভাগে

    B
    পাঁচ ভাগে

    C
    চার ভাগে

    D
    তিন ভাগে

    Note: Not available
    1. Report
  9. Question: ১০ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ নৌবাহিনীতে কোন দুটি যুদ্ধজাহাজ যুক্ত হয়?

    A
    স্বাধীনতা ও পালকি

    B
    প্রত্যয় ও অরুণ আলো

    C
    স্বাধীনতা ও প্রত্যয়

    D
    স্বাধীনতা ও মেঘদূত

    Note: Not available
    1. Report
  10. Question: বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়?

    A
    ঢাকা

    B
    চট্টগ্রাম

    C
    যশোর

    D
    রাজশাহী

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd