বিসিএস - বাংলাদেশ বিষয়াবলী
 
  1. Question: আয়তনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ কোনটি? (The largest division in Bangladesh is -)

    A
    Dhaka

    B
    Chittagong

    C
    Rajshahi

    D
    Sylhet

    Note: Not available
    1. Report
  2. Question: স্থানীয় সরকার কাকে বলে ?

    A
    কোন দেশের বিভিন্ন আলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপসহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কতৃপক্ষ গঠন করা হয়

    B
    অনির্বাচিত স্থানীয় সংস্থা

    C
    কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রতিনিধি

    D
    স্থানীয় সরকার তদারককারী কেন্দ্রীয় কর্মকর্তা

    Note: Not available
    1. Report
  3. Question: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)-এর বর্তমান নভেম্বর ২০১৭ থানার সংখ্যা কতটি?

    A
    ৪৫টি

    B
    ৪৭টি

    C
    ৫০টি

    D
    ৫১টি

    Note: Not available
    1. Report
  4. Question: সেবা পরিদপ্তর-এর বর্তমান (২০১৬) নাম 'নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর' করা হয় কবে?

    A
    ১৯ নভেম্বর ২০১৬

    B
    ৩ নভেম্বর ২০১৬

    C
    ১৫ নভেম্বর ২০১৬

    D
    ১৬ নভেম্বর ২০১৬

    Note: Not available
    1. Report
  5. Question: মানুষের চলাচল, আচরণ ও কর্মকান্ডের ওপর বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারী করা হয় -

    A
    ১৪৪ ধারা

    B
    ৫৪ ধারা

    C
    ৪২০ ধারা

    D
    ১৬৪ ধারা

    Note: Not available
    1. Report
  6. Question: নিম্নে উল্লিখিত ফৌজদারি আদালতের যে তালিকা দেয়া হলো তার মধ্যে কোনটির অবস্থান প্রথম হওয়া উচিত বলে মনে করেন ?

    A
    দায়রা জজ আদালত

    B
    মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত

    C
    দ্বিতীয় শ্রেনির ম্যাজিস্ট্রেটের

    D
    প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের

    Note: Not available
    1. Report
  7. Question: পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়?

    A
    ১৯৮০ সালে

    B
    ১৯৮৫ সালে

    C
    ১৯৮১ সালে

    D
    ১৯৯১ সালে

    Note: Not available
    1. Report
  8. Question: দেশের ৪৯১তম উপজেলার নাম কি?

    A
    কর্ণফুলী (চট্টগ্রাম)

    B
    লালমাই (কুমিল্লা)

    C
    ওসমানীনগর (সিলেট)

    D
    গুইমারা (খাগড়াছড়ি)

    Note: Not available
    1. Report
  9. Question: ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করা হয় কবে?

    A
    ১৫ সেপ্টেম্বর ২০১৫

    B
    ১৪ সেপ্টেম্বর ২০১৫

    C
    ১০ সেপ্টেম্বর ২০১৫

    D
    ১২ সেপ্টেম্বর ২০১৫

    Note: Not available
    1. Report
  10. Question: বর্তমানে (২০১৫) আয়তনে ক্ষুদ্রতম বিভাগের নাম কি?

    A
    রাজশাহী

    B
    ময়মনসিংহ

    C
    সিলেট

    D
    বরিশাল

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd