1. Question: আবহাওয়ার ৯০% আদ্রতা মানে-

    A
    বৃষ্টির সম্ভাবনা ৯০%

    B
    ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাস্প

    C
    বাতাসে জলীয় বাস্পের পরিমান সম্পৃত্ত অবস্থায় ৯০%

    D
    বাতাসে জলীয় বাস্পের পরিমান বৃষ্টিপাতের সময়ে ৯০%

    Note: Not available
    1. Report
  2. Question: বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রর সংখ্যা কত?

    A
    এক

    B
    দুই

    C
    তিন

    D
    চার

    Note: Not available
    1. Report
  3. Question: আকাশ নীল দেখায় কেন?

    A
    নীল তরঙ্গর দৈর্ঘ্য বেশি বলে

    B
    নীল সমুদ্রের প্রতিফলনের ফলে

    C
    নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

    D
    নীল আলোর প্রতিফলন বেশি বলে

    Note: Not available
    1. Report
  4. Question: ’স্টোক’ বা আকস্মিক অঞ্জান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কি?

    A
    হৃৎপিন্ডের সজোরে সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া

    B
    মস্তিকে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধাঁ

    C
    হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা

    D
    ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটি রক্তের কাজ নয়?

    A
    ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা

    B
    কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা

    C
    হরমোন বিতরণ করা

    D
    জারক রস বিতরণ করা

    Note: Not available
    1. Report
  6. Question: ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনু্জ্জ্বল যে লেখা ভেসে ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরী?

    A
    এলইডি

    B
    সিলিকন চিপ

    C
    এলসিডি

    D
    আইসি

    Note: Not available
    1. Report
  7. Question: বাতাসে নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

    A
    সরাসরি মাটির সাথে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে

    B
    ব্যাকটিরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহন উপোযগি বস্ত প্রস্তুত করে

    C
    পানির সাথে মাটিতে শোষিত হবার ফলে

    D
    মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে

    Note: Not available
    1. Report
  8. Question: নিত্য ব্যবহার্য বহু ’এরোসোলের’ কৌটায় এখন লেখা থাকে ‘সিএফসি’ বিহীন্ সিএফসি গ্যাস কেন ক্ষতিকর?

    A
    ওজোনস্তর ফুটো করে

    B
    ফুসফুসে রোগ সৃষ্টি করে

    C
    গ্রিন হাউজ ইফেক্ট অবদান রাখে

    D
    দাহ্য বলে অগ্মিকান্ড সম্ভাবনা ঘটায়

    Note: Not available
    1. Report
  9. Question: আলট্রাসনোগ্রাফি কি?

    A
    নতুন ধরনের এক্সরে

    B
    ছোট তরঙ্গদৈঘ্যের শব্দের দ্বারা ইমেজিং

    C
    শরীরের ভিতরে শব্দ বিশ্লেষণ

    D
    শক্তিশালী শব্দ দিয়ে পিত্তথলী বিচূনকরণ

    Note: Not available
    1. Report
  10. Question: বাংলাদেশের তড়িৎ-এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?

    A
    প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়

    B
    প্রতি সেকেন্ডে বিদ্যুৎপ্রবাহ ৫০ একক দৈঘ্যে অতিক্রম করে

    C
    প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

    D
    প্রতি সেকেন্ডে বিদ্যুৎ পৃবাহ ৫০ বার উঠানামা করে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd