একুশের গান - কবিতা
 
  1. Question: ওরা গুলি ছোড়ে বলতে কাদের বোঝানো হয়েছে?

    A
    পাকিস্তানি সৈন্যদের

    B
    আন্দোলনকারীদের

    C
    ছাত্র-জনতাকে

    D
    শহিদগণকে

    Note: Not available
    1. Report
  2. Question: ‘ওরা’ বলতে ‘একুশের গান’ কবিতায় কী নির্দেশ করা হয়েছে ?

    A
    হানাদার পাকিস্তানিদের

    B
    শহিদ ভাইদের

    C
    ছাত্র-জনতাকে

    D
    দেশের সোনার ছেলেদের

    Note: Not available
    1. Report
  3. Question: ‘তুমি আজ জাগো, তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারী’- কেন ?

    A
    মিছিলের জন্য

    B
    প্রতিশোধের জন্য

    C
    প্রতিবাদের জন্য

    D
    শোকের জন্য

    Note: Not available
    1. Report
  4. Question: মাগো, ওরা বলে সবার কথা কেরে নেবে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। কবিতাংশের সাথে মিল খুঁজে পাওয়া যায় নিচের কোন লাইনটির ?

    A
    সেই আধাঁরের পশুদের মুখ চেনা

    B
    দারুন ক্রোধের আগুনের আবার জ্বালব ফেব্রুয়ারি

    C
    তাহাদের তরে মায়ের, বোনের ভায়ের চরম ঘৃণা

    D
    ওরা গুলি ছোড়ে এদেশের প্রানে দেশের দাবিকে রেখে

    Note: Not available
    1. Report
  5. Question: বাঙালিরা কীভাবে ভাষার দাবি আদায় করেছিল?

    A
    পদাঘাত করে

    B
    কৌশলে

    C
    জীবন দিয়ে

    D
    চরম ঘৃণা করে

    Note: Not available
    1. Report
  6. Question: ‘একুশের গান’ কবিতায় কোন সুরটি ব্যক্ত হয়েছে বলে তুমি মনে কর ?

    A
    বাঙালি জাতির জাগ্রতবোধ

    B
    জাতির আশা-ভবিষ্যৎ

    C
    জাতির হতাশাবোধ

    D
    জাতির ন্যায়বোধ

    Note: Not available
    1. Report
  7. Question: জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাকেঁ- এখানে সুপ্ত কী?

    A
    লুকানো শক্তি

    B
    আত্মার ডাক

    C
    লুকানো ক্ষোভ

    D
    আধাঁরের পদাঘাত

    Note: Not available
    1. Report
  8. Question: দারুন ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি- ক্রোধের কারন কী?

    A
    যুদ্ধ

    B
    পদাঘাত

    C
    অত্যাচার

    D
    ঘৃণা

    Note: Not available
    1. Report
  9. Question: ‘একুশের গান’ কবিতায় আমি কি ভুলিতে পারি চরণটি কয়বার ব্যবহৃত হয়েছে?

    A
    দুইবার

    B
    পাচঁবার

    C
    চারবার

    D
    তিনবার

    Note: Not available
    1. Report
  10. Question: ‘একুশের গান’ কবিতায় ‘নাগিনী’ বলতে কাদের বোঝানো হয়েছে?

    A
    ভাষা শহিদদের

    B
    ভাষা সংগ্রামীদের

    C
    পাক সেনাদের

    D
    ছেলেহারা মাদের

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd