এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম - গদ্য
 
  1. Question: আজ ৭ই মার্চ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধূর ঐতিহাসিক ভাষণদানের দিন। ১৯৭০ সালের সাধারণ নির্বচনে শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে স্বাধীনতা আন্দোলনের আহবান সংবলিত ঐতিহাসিক ভাষণ দেন। ১৯৭০- এর নির্বচনের ফলে-

    A
    আওয়ামী লীগ ক্ষমতায় আসে

    B
    আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে

    C
    পাকিস্তানিরা বাঙালিদের কাছে শাসনভার ন্যস্ত করে

    D
    জরুরি অবস্থা জারি হয়

    Note: Not available
    1. Report
  2. Question: আজ ৭ই মার্চ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধূর ঐতিহাসিক ভাষণদানের দিন। ১৯৭০ সালের সাধারণ নির্বচনে শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে স্বাধীনতা আন্দোলনের আহবান সংবলিত ঐতিহাসিক ভাষণ দেন। ৭ই মার্চের ভাষণ ছিল- i. স্বাধীনতা আন্দোলনের আহবান সংবলিত ii. অ্যাসেম্বলিতে না বসার আহবান সংবলিত iii. সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহবান সংবলিত

    A
    i

    B
    i ও ii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  3. Question: মায়ানমারে গনতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় যার নাম চিরস্বরণীয় হয়ে থাকবে তিনি হলেন অং সান সূচি। এর জন্য তাঁকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছ। তবুও তিনি গনতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন। অং সান সূচি ও বঙ্গবন্ধু উভয়ের মধ্যে মিল কোথায় ?

    A
    ক্ষমতা লাভ

    B
    দেশপ্রেম

    C
    সেচ্ছায় কারাবরণ

    D
    দেশ ত্যাগ

    Note: Not available
    1. Report
  4. Question: মায়ানমারে গনতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় যার নাম চিরস্বরণীয় হয়ে থাকবে তিনি হলেন অং সান সূচি। এর জন্য তাঁকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছ। তবুও তিনি গনতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন। অং সান সূচি ও বঙ্গবন্ধুর প্রত্যাশা ছিল- i. দেশের মানুষের মুক্তি ii. গণতন্ত্র প্রতিষ্ঠা iii. একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নিচের কোনটি সঠিক ?

    A
    i

    B
    i ও ii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  5. Question: আজ ১৬ই ডিসেম্বর। মিঠুন ও তার স্কুলের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে জড়ো হয়। বিজয় উল্লাসে মেতে ওঠে সবাই। অালোচনা সভায় সম্মানিত শিক্ষকগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে বলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা, তাঁর সোনার বাংলা গড়ে তোলার সপ্নের কথা মিঠুনও আলোচনা থেকে জানতে পারে। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে বলেছেন- i. এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ii. তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা iii. রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব নিচের কোনটি সঠিক ?

    A
    iii

    B
    i ও ii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
  6. Question: আজ ১৬ই ডিসেম্বর। মিঠুন ও তার স্কুলের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে জড়ো হয়। বিজয় উল্লাসে মেতে ওঠে সবাই। অালোচনা সভায় সম্মানিত শিক্ষকগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে বলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা, তাঁর সোনার বাংলা গড়ে তোলার সপ্নের কথা মিঠুনও আলোচনা থেকে জানতে পারে। বঙ্গবন্ধুর সোনার বাংলা কীভাবে গড়ে তোলা যায় বলে মনে কর ?

    A
    অধিকার অর্জনের জন্য হরতাল পালন করে

    B
    মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে

    C
    গরিবদুঃখীর সেবা করে

    D
    ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd