দুই বিঘা জমি - কবিতা
 
  1. Question: বাবু উপেনের দুই বিঘা জমি চান অদৃষ্টের তাড়নায়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: বাগানখানা সমান করার জন্য।
    1. Report
  2. Question: উপেনকে বসতভিটা ছাড়তে হলো সন্ন্যাসী হওয়ার লোভে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: মিথ্যা দেনার দায়ে সব বিক্রি হয়ে যাওয়ায়।
    1. Report
  3. Question: যার অনেক সম্পদ আছে সে সম্পত্তিকে যক্ষের মতো আগলে রাখে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: আরও সম্পত্তি বাড়ানোর চেষ্টা করে।
    1. Report
  4. Question: উপেনের দিনরাত্রি কাটে কর্মের ব্যস্ততার মধ্য দিয়ে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: স্মৃতিকাতর হয়ে।
    1. Report
  5. Question: কিসের মাধ্যমে জন্মভূমি আমাদের জীবন জুড়ায়?

    A
    ছায়-সুনিবিড়ে

    B
    স্নেহের পরশে

    C
    স্নিগ্ধ বাতাসে

    D
    প্রাকৃতিক সৌন্দর্যে

    Note: Not available
    1. Report
  6. Question: উপেন নিজ বসতভিটাকে ধিক্কার দেয়, বসতভিটার জীর্ণ ও পরিত্যক্ত অবস্থা দেখে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: বসতভিটার বিলাস বেশ দেখে।
    1. Report
  7. Question: ‘আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে’- এখানে ‘মৌনভাবে’ কথাটিতে প্রকাশ পেয়েছে-

    A
    মৌন সম্মতির লক্ষণ

    B
    উপেনের পান্ডিত্য

    C
    পরিষদের নিষ্ঠুরতা

    D
    রাজার নির্মমতা

    Note: Not available
    1. Report
  8. Question: ‘কহিলাম আমি, তুমি ভূস্বামী’- এখানে ভূস্বামী বলতে কাকে বোঝানো হয়েছে?

    A
    উপেনকে

    B
    সন্ন্যাসীকে

    C
    মালীকে

    D
    জমিদারকে

    Note: Not available
    1. Report
  9. Question: ‘দুই বিঘা জমি’ কবিতার মূল বিষয়, ধনীরা চিরকালই ধনী।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: প্রভাবশালী ব্যক্তিদের আগ্রাসন।
    1. Report
  10. Question: উপেন বসতভিটাকে রাক্ষসী বলেছে, বসতভিটায় জমিদারদের চিহ্ন দেখে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: বসতভিটার আমূল পরিবর্তন দেখে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd