প্রার্থী - কবিতা
 
  1. Question: “হে সূয! শীতের সূয! হিমশীতল সুদীর্ঘ রাতে তোমার প্রতিক্ষায় আমরা থাকি।”- কেন প্রতীক্ষায় থাকি?

    A
    কাজকর্মে যাবার জন্য

    B
    ধান শুকানোর জন্য

    C
    দিনের আলো উপভোগ করার জন্য

    D
    সূর্যতাপের শরীর গরম করার জন্য

    Note: Not available
    1. Report
  2. Question: সূর্য মূলত কী?

    A
    একটা গ্রহ

    B
    একটা উপগ্রহ

    C
    অলৌকিক বস্তু

    D
    একটি নক্ষত্র

    Note: Not available
    1. Report
  3. Question: রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার দ্বারা কবি কাদের নির্দেশ করেছেন?

    A
    বস্ত্রহীন পথ শিশু

    B
    বস্তিবাসী

    C
    শ্রমিক শিশু

    D
    এতিম

    Note: Not available
    1. Report
  4. Question: ‘প্রার্থী’ কবিতায় সুকান্ত আমাদের কিসের অভাবের কথা বলেছেন?

    A
    গাড়ির অভাব

    B
    বাড়ির অভাব

    C
    টাকাপয়সার অভাব

    D
    গরম কাপড়ের অভাব

    Note: Not available
    1. Report
  5. Question: শীতের সকালে এক টুকরো রোদ্দুর এক টুকরো রুপোর চেয়েও দামি।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: সোনার চেয়েও দামি।
    1. Report
  6. Question: ‘প্রার্থী’ কবিতায় কবি সুকান্ত সূর্যের কাছ থেকে আলো পেয়ে পেয়ে কী হবার সম্ভাবনা ব্যক্ত করেছেন?

    A
    একটা শক্ত পাথরখন্ড

    B
    একটা জ্বলন্ত অগ্নিপিন্ড

    C
    একটা কঠিন বরফখন্ড

    D
    একটা কাষ্ঠখন্ড

    Note: Not available
    1. Report
  7. Question: কবির অসীম মমতা শ্রমিক শ্রেণির প্রতি।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: অসহায় নারীদের প্রতি।
    1. Report
  8. Question: ‘তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা’ কবি ‘প্রার্থী’ কবিতার উল্লিখিত চরণে ‘আমাদের জড়তা’ বলতে কী বুঝিয়েছেন?

    A
    কোনো কাজে সামঞ্জস্যহীনতা

    B
    কাজ খুঁজে না পাওয়া

    C
    শরীর জুড়ে অলসতা

    D
    সংগ্রামের ক্ষেত্রে অনীহা

    Note: Not available
    1. Report
  9. Question: ‘প্রার্থী’ শব্দটি দিয়ে কবি বুঝিয়েছেন-

    A
    দরিদ্ররা

    B
    আশ্রয়হীন মানুষ

    C
    কবি স্বয়ং

    D
    ধনী সম্প্রদায়

    Note: Not available
    1. Report
  10. Question: ‘প্রার্থী’ শব্দটি দিয়ে কবি বুঝিয়েছেন প্রার্থনা করা।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: প্রার্থনাকারী।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd