বাংলা ১ম পত্র - অষ্টম শ্রেণি
 
  1. Question: ‘আবার আসিব ফিরে’ কবিতায় ‘রাঙা মেঘ’ দ্বারা কোন সময়কে নির্দেশ করা হয়েছে?

    A
    রাতের

    B
    ঝড়ের মেঘের

    C
    সন্ধ্যার

    D
    গোধূলির

    Note: Not available
    1. Report
  2. Question: জীননানন্দ দাশ মৃত্যুকরণ করেন ১৯৪৫ খ্রিস্টাব্দে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: ১৯৫৪ খ্রিস্টাব্দে।
    1. Report
  3. Question: ‘আবার আসিব ফিরে’ কবিতা পাঠে আকর্ষণ অনুভূত হয়, প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  4. Question: ‘আমাকরেই পাবে তুমি ইহাদের ভিড়ে’- এখানে ‘ইহাদের ভিড়ে’ বলতে বুঝানো হয়েছে, পাখির কোলাহল ও ধবল বককে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: বাংলার জীববৈচিত্র্য ও প্রকৃতিকে।
    1. Report
  5. Question: নদী বুঝাতে কবি ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?

    A
    সুদর্শন

    B
    ডাঙা

    C
    জলাঙ্গী

    D
    কলমি

    Note: Not available
    1. Report
  6. Question: ‘নবান্ন’ বলতে বোঝায়, ধান কাটার শুরুতে যে উৎসব।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: নতুন ধান কাটার পর উৎসব।
    1. Report
  7. Question: কবির সারাদিন কেটে যাবে, গান গেয়ে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: জলে ভেসে ভেসে।
    1. Report
  8. Question: ‘আবার আসিব ফিরে’ ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়- এখানে কবিমানের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?

    A
    অনিশ্চয়তা

    B
    সংশয়

    C
    আবেগ

    D
    প্রত্যাবর্তন

    Note: Not available
    1. Report
  9. Question: ‘আবার আসিব ফিরে’ কবিতার প্রেক্ষাপট কোনটি?

    A
    শহরের জীবন প্রকৃতির

    B
    ধানসিঁড়ি নদী

    C
    গ্রামীণ প্রকৃতি ও জীবনবৈচিত্র্য

    D
    রূপসা নদীর তীরের বর্ণনা

    Note: Not available
    1. Report
  10. Question: ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?

    A
    পদ্মা

    B
    সুগন্ধা

    C
    রূপসা

    D
    কীর্তনখোলা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd