বাংলা ১ম পত্র - অষ্টম শ্রেণি
 
  1. Question: ‘ম্রিয়মাণ’ শব্দের অর্থ কোনটি?

    A
    ওজর

    B
    কাতর

    C
    অবহেলা

    D
    বিষাদগ্রস্ত

    Note: Not available
    1. Report
  2. Question: ‘উপেক্ষা’ শব্দের অর্থ, গ্রাহ্য না করা।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
  3. Question: উপেন নিজ বসতভিটাকে ধিক্কার দেয়, বসতভিটার জীর্ণ ও পরিত্যক্ত অবস্থা দেখে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: বসতভিটার বিলাস বেশ দেখে।
    1. Report
  4. Question: ‘আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে’- এখানে ‘মৌনভাবে’ কথাটিতে প্রকাশ পেয়েছে-

    A
    মৌন সম্মতির লক্ষণ

    B
    উপেনের পান্ডিত্য

    C
    পরিষদের নিষ্ঠুরতা

    D
    রাজার নির্মমতা

    Note: Not available
    1. Report
  5. Question: ‘কহিলাম আমি, তুমি ভূস্বামী’- এখানে ভূস্বামী বলতে কাকে বোঝানো হয়েছে?

    A
    উপেনকে

    B
    সন্ন্যাসীকে

    C
    মালীকে

    D
    জমিদারকে

    Note: Not available
    1. Report
  6. Question: ‘দুই বিঘা জমি’ কবিতার মূল বিষয়, ধনীরা চিরকালই ধনী।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: প্রভাবশালী ব্যক্তিদের আগ্রাসন।
    1. Report
  7. Question: উপেন বসতভিটাকে রাক্ষসী বলেছে, বসতভিটায় জমিদারদের চিহ্ন দেখে।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: বসতভিটার আমূল পরিবর্তন দেখে।
    1. Report
  8. Question: উপেন আম গাছের নিচে বসে ফিরে পেতে চায়, যৌবনের প্রাণোচ্ছল দিনগুলো।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: বাল্যকালের স্মৃতিময় দিনগুলোকে।
    1. Report
  9. Question: বাবু উপেনকে কী করতে চান?

    A
    শূলে চড়াতে চান

    B
    বন্দি করে রাখতে চান

    C
    মেরে খুন করতে চান

    D
    মুক্ত করে দিতে চান

    Note: Not available
    1. Report
  10. Question: উপেন দুই হাত জোড় করে বাবুর কাছে ভিক্ষে চায়, ভিটেখানি বাঁচানোর জন্য।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd