বাংলা ১ম পত্র - অষ্টম শ্রেণি
 
  1. Question: ‘সংস্কৃত’ বলতে, সমাজের উঁচুশ্রেণির কথ্য ভাষাকে বুঝায়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: সমাজের উঁচুশ্রেণির লেখ্য ভাষাকে বুঝায়।
    1. Report
  2. Question: কোন ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের ভাষাগুলোর মিল রয়েছে?

    A
    ব্যাকরণের বিচারে

    B
    ধ্বনির বিচারে

    C
    বাক্যতত্ত্বের বিচারে

    D
    শব্দের বিচারে

    Note: Not available
    1. Report
  3. Question: কোন মহাদেশের ভাষার শব্দ ও ধ্বনিতে গভীর মিল লক্ষ করা যায়?

    A
    এশিয়া ও আফ্রিকা

    B
    ইউরোপ ও আফ্রিকা

    C
    ইউরোপ ও আমেরিকা

    D
    ইউরোপ ও এশিয়া

    Note: Not available
    1. Report
  4. Question: বাংলাকে কোন ভাষার দুহিতা মনে করা হয়?

    A
    প্রাকৃত

    B
    মাগধী প্রাকৃত

    C
    সংস্কৃত

    D
    মাগধী অপভ্রংশ

    Note: Not available
    1. Report
  5. Question: যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্যভাষার তিনটি স্তর- দ্বিতীয় স্তরটির নাম কী?

    A
    বৈদিক

    B
    প্রাকৃত

    C
    সংস্কৃত

    D
    বৈদিক সংস্কৃত

    Note: Not available
    1. Report
  6. Question: “ভাষাতাত্ত্বিকেরা এ ভাষাগুলোকে একটি ভাষাবংশের সদস্য বলে মনে করেন”- এখানে ভাষাবংশটির নাম কী?

    A
    ভারতীয় আর্যভাষা

    B
    ইন্দো-ইরানীর ভাষা

    C
    ইন্দো-ইউরোপীয় ভাষা

    D
    কেন্তম

    Note: Not available
    1. Report
  7. Question: প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পওয়া যায় কোথায়?

    A
    ঋগ্বেদের মন্ত্রগুলোতে

    B
    অষ্টাধ্যায়ী গ্রন্থে

    C
    পদ্মপুরাণে

    D
    চর্যাপদে

    Note: Not available
    1. Report
  8. Question: ‘তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথামতো চলেনি’- এখানে দুষ্টু মেয়েটি কে?

    A
    প্রাকৃত ভাষা

    B
    হিন্দি ভাষা

    C
    সংস্কৃত ভাষা

    D
    বাংলা ভাষা

    Note: Not available
    1. Report
  9. Question: সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়, ব্যাকরণবিদগণের প্রচেষ্টায়।

    A
    সত্য

    B
    মিথ্যা

    Note: ব্যাকরণবিদ পাণিনির হাতে।
    1. Report
  10. Question: মানুষের মুখে মুখে ভাষা বদল হয় কীভাবে?

    A
    আঞ্চলিকতার প্রভাবে

    B
    বিকৃত উচ্চারণের মাধ্যমে

    C
    শব্দের রূপ ও অর্থের পরিবর্তন ঘটে

    D
    ব্যাকরণবিদদের দিক-নির্দেশনায়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd