1. Question: বাংলাদেশে অংশীদারী ব্যবসায়-----সনের অংশীদারী আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

    A
    ১৯১৩ সালে

    B
    ১৯৩২ সালে

    C
    ১৯৭২ সালে

    D
    ১৯৯৪ সালে

    Note: Not available
    1. Report
  2. Question: কোন অংশীদার অংশীদার ফার্মে মূলধন বিনিয়োগ করে কিন্তু এর ব্যবসার পরিচালনায় ও ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করেন না?

    A
    নিস্ক্রিয় অংশীদার

    B
    নামমাত্র অংশীদার

    C
    আপতাদৃষ্টিতে অংশীদার

    D
    পরিমিত অংশীদার

    Note: Not available
    1. Report
  3. Question: সুবিধার (বেতন, অর্থ অথবা লাভের অংশ) বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়?

    A
    আপাতদৃষ্টিতে অংশীদার

    B
    কর্মী অংশীদার

    C
    সীমিত অংশীদার

    D
    নামমাত্র অংশীদার

    Note: Not available
    1. Report
  4. Question: অংশীদার কারবারের নিবন্ধন-

    A
    বাধ্যতামূলক

    B
    ঐচ্ছিক

    C
    ক্ষতিকর

    D
    লাভজন

    Note: Not available
    1. Report
  5. Question: একটি অংশীদারী ফার্ম অন্য একটি অংশীদারী ফার্মের সদস্য হতে কি?

    A
    অংশীদার হতে পারে

    B
    অংশীদার হতে পারে না

    C
    পরিমিত অংশীদার হতে পারে

    D
    শর্ত সাপেক্ষে অংশীদার হতে পারে

    Note: Not available
    1. Report
  6. Question: অংশীদার হিসাবে নাবলকের দায় হচ্ছে-

    A
    সীমাবদ্ধ

    B
    ক্ষেত্র বিশেষে সীমাবদ্ধ

    C
    অসীম

    D
    যৌথ সিদ্ধান্ত গ্রহণ

    Note: Not available
    1. Report
  7. Question: অংশীদারী কারবারের মূলভিত্তি কোনটি?

    A
    একাধিক অংশীদার

    B
    চুক্তি

    C
    অসীম দায়

    D
    যৌথ সিদ্ধান্ত গ্রহণ

    Note: Not available
    1. Report
  8. Question: হাসান ও হোসেন দু’জনে মিলে একটি অংশীদারী কারবার গঠন করেছে। তারা তৃতীয় একটি পক্ষের নিকট ইমরাণকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় যদিও সেম অংশীদার নয়। ইমরান এক্ষেত্রে মৌনতা অবলম্বন করে। এক্ষেত্রে ইমরাণকে কি ধরনের অংশীদার বলা যাবে?

    A
    ঘুমন্ত অংশীদার

    B
    পারস্পরিক শ্রদ্ধা

    C
    আচরণে অনুমিত

    D
    প্রতিবন্ধ অংশীদার

    Note: Not available
    1. Report
  9. Question: অংশীদার কারবারের প্রধান ভিত্তি হল-

    A
    অংশীদারী চুক্তি

    B
    পারস্পরিক শ্রদ্ধা

    C
    সমপরিমাণ মূরধন সরবরাহ

    D
    পারস্পরিক সদ্বিশাস্ব

    Note: Not available
    1. Report
  10. Question: ’চুড়ান্ত সব্দিবশাস্ব’ কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য?

    A
    অংশীদারী কারবকার

    B
    যৌথ মূলধনী কোম্পানি

    C
    সমবায় সমিতি

    D
    রাষ্ট্রীয় কারবার

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd