Question: কানিজ ফাতেমা একটি বুটিক হাউজ এর ব্যবস্থাপক তিনি একজন কর্মীকৈ নির্দিষ্টে কারে দায়িত্ব দেন, কিন্তু উক্ত সময়ে একই কর্মীকে সুভাস ভাইয়ের আরেকটি দায়িত্ব দেয়অর যথাসময়ের কাজটি সম্পাদিত হয়নি। উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি কাঙ্খিত হয়েছে?
Question: মি. সমীর তার প্রতিষ্ঠানের বিক্রয় এবং বিজ্ঞাপন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের কিছু ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগের উপ ছেড়ে দিয়েছৈন। এক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতিটি পালিত হয়েছে?