Question: মিতা এন্ড কোম্পানি তাদের উৎপাদন ও বিপণনের মতো কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞদের প্রতিটি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিল। সংগঠন কাঠামোটি কোন প্রকৃতির?
Question: ভিশন টেক্সটােইলে বিভিন্ন বিভাগের শ্রমিকরা মারামারি করায় বিভাগীয় প্রধানদের বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এক্ষেত্রে বিভাগীয় প্রধানদের নিয়ে গঠিত সংগঠন কোন ধরনের?
Question: রহিম মেটাল ইন্ডাষ্ট্রিজের কাজ কয়েকটি প্রধান বিভাগে বিভক্ত। বিভাগীয় প্রধানরাই সবকাজ দেখেন। কাজ বাড়ায় উৎপাদন ব্যবস্থাপক কার্যভরাক্রান্ত হয়ে পড়েছেন। এজন্য নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য?
Question: সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন রয়েছৈ এমন একটা প্রতিষ্ঠানে একাধিক পণ্য উৎপাদিত হয়। কতৃপক্ষ প্রতিটা পণ্যের উৎপাদন ও বিক্রয় বিশেষ নজর দিতে নিচের কোনটি করলে ভালো করবেন?