সাধারণত পর্যায় সারণীতে যত বাম থেকে ডানে যাওয়া যায় এবং যত একটি গ্রুপে নিট থেকে উপরে যাওয়া যায় ততই আয়নীকরণ বিভব বাড়তে থাকে। যেহেতু F, Cl, Na,K এবং Ba এর মধ্যে সর্ব উপরের এবং সর্ব ডানের মৌল F এই জন্য F এর আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি হবে।