Question: নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন অসাধারণের জন্যে সবচেয়ে বেশী শক্তি প্রয়োজন?
A
Ar
B
Al3+
C
Na+
D
Cl-
Note: আয়নিকরণ শক্তির ক্ষয়ঃ Al3+>Na+>Ar>Cl-
ঋণাত্মক অয়ন থেকে খুব সহজে ইলেকট্রন অপসারণ করা যায়। অষ্টক পূর্ণ ধনাত্মক আয়নের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন অসারণ করা নিস্ক্রিয় গ্যাস থেকে অনেক কঠিন হয়। Na+Al3+ আয়নে ইলেকট্রন সংখ্যা সমান (10টি)। কিন্তু প্র্রোটন সংখ্যা ভিন্ন। Al3+ আয়নে ইলেকট্রনের প্রতি প্রোটনের আকর্ষণ বেশি থাকায় এর আয়নিকরণ শক্তি বেশি।
Question: নিচের কোন মৌলটির ১ম আয়নিকরণ শক্তি সবচেয়ে কম?
A
অক্সিজেন
B
বেরেলিয়াম
C
সোডিয়াম
D
সিজিয়াম
Note: যেহেতু আয়নীকরণ শক্তি একই পর্যায়ে বাম তেকে ডানে গেল বাড়ে এবং একই গ্রুপের উপর থেকে নীচে গেলে কমে; তাই Cs, 1A গ্রুপের সমচেয়ে নীচে অবস্থিত হওয়ার এর ১ম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম।