+ Explanationফাজানের সূত্রসমূহ:
i. ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে।
ii. আনায়নের যত বৃহদাকার হবে।
iii. ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশী হবে।
iv. d ও f অরবিটালে ইলেকট্রন থাকলে পোলারায়নের মাত্রা তত বেশী হবে এবং বন্ধনের সামযোজী বৈশিস্ট্য তত অধিক হবে।
এখানে, CsF এ ক্যাটায়নে `Cs^+` এর আকার বড় এবং অ্যানায়ন `F^-` এর আকার ছোট। সুতরাং CsF সবচেয়ে বেশি আয়নিক হবে।