+ Explanationযে দবণে সামান্য পরিমণ এসিড বা ক্ষারকের দ্রবন যোগ করার পরও দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে (অর্থাৎ যে দ্রবণের নিকস্ব pH স্থির রাখার ক্ষমতা থাকে), তাকে বাফার দ্রবণ বলে। সুতরাং কোন দ্রবণের pH পরিবর্তনের প্রতিরোধ করার ক্ষমতাকে সে দ্রবনের বাফার ক্ষমতা বলে।