1. Question: তুমি মাগরিবের নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু, দরুদ ও দোয়া মাসুরা পড়েছ। এরপর তুমি কোন দিকে প্রথম সালাম দিবে?

    A
    ডান দিকে

    B
    বাম দিকে

    C
    পিছনের দিকে

    D
    সামনের দিকে

    Note: Not available
    1. Report
  2. Question: রুবেল ফুটবল খেলতে গিযে পায়ে ব্যাথা পেয়েছে। এমন অবস্থায় তার জন্য নামায আদায় করার বিধান কী বলে তুমি মনে কর?

    A
    সুস্থ হওয়ার পর নামায আদায় করবে

    B
    নামায আদায় করতে হবে না

    C
    ঐ অবস্থাতেই নামাজ আদায় করতে হবে

    D
    ডাক্তারের পরামর্শ অনুযায়ী নামাজ আদায় করবে

    Note: Not available
    1. Report
  3. Question: তোমার বন্ধুর সাথে বিকালে ক্রিকেট খেলার সময় আসরের সালাতের আযান শুনতে পেলে। তখন তুমি কী করবে?

    A
    ১ মিনিট নীরবতা পালন করবে

    B
    সবাইকে নিয়ে সালাত পড়বো

    C
    খেলা শেষ করে সালাত পড়বে

    D
    অন্য সময় এক এক সালাত পড়বে

    Note: Not available
    1. Report
  4. Question: তুমি যখন ক্লাস শেষ করলে তখন দেখলে যে জোহরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তখন তুমি কী করবে?

    A
    পাশের মসজিদে নামাজ পড়ে নিব

    B
    বাড়িতে গিয়ে আসর ও জোহর পড়ব

    C
    অন্যদিন পড়ে নিব

    D
    নামাজ পড়ব না

    Note: Not available
    1. Report
  5. Question: পরীক্ষার সময় ম্যাডাম আমাদের হাতে প্রশ্ন ও খাতা তুলে দিলেন। এমতাবস্থা আমাদের কী বলে লেখা আরম্ভ করা উচিত?

    A
    বিসমিল্লাহ

    B
    আউযুবিল্লাহ

    C
    আলহামদু লিল্লাহ

    D
    মাশাআল্লাহ

    Note: Not available
    1. Report
  6. Question: সহপাঠীদের সাথে দেখা হলে ______ দেব।

    A
    সালাম

    Note: Not available
    1. Report
  7. Question: ______ হলো শান্তির জন্য দোয়া করা।

    A
    সালাম

    Note: Not available
    1. Report
  8. Question: শ্রেণিকক্ষে ______ আসলে দঁড়িয়ে সালাম দেব।

    A
    শিক্ষক

    Note: Not available
    1. Report
  9. Question: আল্লাহর সৃষ্টির মধ্যে ______ সবার সেরা।

    A
    মানুষ

    Note: Not available
    1. Report
  10. Question: ______ কথা বলা খুবই ভালো।

    A
    সত্য

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd