Question: ৪ জন বালক বা ৬ জন পুরুষ একটি কাজ ১২ দিনে করতে পারলে-
i. ১ জন পুরুষের কাজ `= ২/৩` জন বালকের কাজ
ii. ৮ জন পুরুষের কাজ = ১৬ জন বালকের কাজ
iii. ৮ জন বালক ও ১৮ দিনে পুরুষের কাজ = ২০ জন বালকের কাজ
নিচের কোনটি সঠিক ? অনুশীলনী-২.৩
Question: একটি নারিকেল গাছের ৩টি ঝুড়িতে ১৮টি ডাব ধরে। নারিকেল গাছে ৭টি ঝুড়ি রয়েছে। ৭টি ঝুড়িতে কতগুলো ডাব ধরে তা নির্ণয় করতে প্রথমে কয়টি ঝুড়ির ডাবের সংখ্যা নির্ণয় করতে হবে ? অনুশীলনী-২.৩
Question: একটি নারিকেল গাছের ৩টি ঝুড়িতে ১৮টি ডাব ধরে। নারিকেল গাছে ৭টি ঝুড়ি রয়েছে। ৩টি ঝুড়িতে ধরা ১৮টি ডাব থেকে ১টি ঝুড়িতে ধরা ডাবের সংখ্যা নির্ণয় করতে ১৮ এবং ৩ কি করতে হবে ? অনুশীলনী-২.৩
A
যোগ
B
বিয়োগ
C
গুণ
D
ভাগ
Note: যেহেতু ঝুড়ির সংখ্যা কমলে ডাবের সংখ্যাও কমবে তাই ভাগ করতে হবে।