1. Question: `m^2 - 7`রাশিটিতে m - 6 হলে, রাশিটি মান কত ?

    A
    36

    B
    13

    C
    - 29

    D
    29

    Note: `m^2 - 7 = (6)^2 - 7` `= (- 6) xx (- 6) - 7` `= 36 - 7 = 29`
    1. Report
  2. Question: a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে ?

    A
    a + b

    B
    0

    C
    2a - 2b

    D
    a

    Note: a - b - a + b (+) (-) ______________ 2a - 2b
    1. Report
  3. Question: `x^2 + 3, x^3 - 2, - 2x^2 + 1` রাশি তিনটির যোগফল কত ?

    A
    1

    B
    2

    C
    `x^3 - 1`

    D
    `1 - x^2`

    Note: `x^2 + 3` `x^2 - 2` `- 2x^2 + 1` ____________ 0 + 2
    1. Report
  4. Question: i. 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি ii. 4a^3 রাশিতে a এর সূচক 3 iii. 3x + 4 রাশিতে x এর সহগ 3 উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    ii ও iii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: i. সঠিক নয় ; কারণ, `12x = 12 xx x` অর্থাৎ x এর সহগ 12; সুতরাং 12x হলো x এর 12 গুণ ii. সঠিক; কারণ, সূচকের সংজ্ঞানুসারে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, ততবারের সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়। iii. সঠিক; কারণ, `3x = 3 xx x` :. x এর সহগ 3
    1. Report
  5. Question: i. `5x^2` এবং `- 7x^2a`পদ দুইটি সদৃশ । ii. `3x^2 + 2x -: y - 5x `বীজগণিতীয় রাশিতে 4 টি পদ আছে । iii. a = 2 এবং b = 3 হলে 4a - b এর মান হবে 5. উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি ?

    A
    i ও ii

    B
    ii ও iii

    C
    i ও iii

    D
    i, ii ও iii

    Note: i. সঠিক; `5ax^2` এবং` - 7x^2a` রাশিগুলোতে সাংখ্যিক সহগ এক না হলে ও অন্য পদ একই। `:. 5ax^2, - 7x^2a`পদ দুইটি সদৃশ। ii. সঠিক নয়; কারণ,` 3x^2 + 2x -: y - 5x` বীজগণিতীয় `3x^2, 2x -: y, 5x` রাশিতে তিনটি পদ আছে। iii. সঠিক; কারণ a = 2 এবং b = 3 হলে, `4a - b = (4 xx 2) - 3 = 8 - 3 = 5`
    1. Report
  6. Question: নিচের কোন জোড়া পদ সদৃশ পদ নির্দেশ করে ?

    A
    `(3x^2 - 7x^2)`

    B
    `(- 7x^2, 8xy^2)`

    C
    `(- 3xy, 7x^2y)`

    D
    `(3x, - 7xy)`

    Note: পদ দুটিতে x এর সূচক একই শুধু সাংখিক সহগে পার্থক্য আছে । তাই তারা সদৃশ ।
    1. Report
  7. Question: নিচের কোন জোড়া পদ সদৃশ পদ নির্দেশ করে ?

    A
    6abx, 6aby

    B
    5abx, 7bax

    C
    `7x^2ab, - x^2ab^2`

    D
    8a^2b, 7ab^2`

    Note: 5abx এবং 7bax পদের পার্থক্য শুধু সাংখিক সহগে । তাই তারা সদৃশ পদ ।
    1. Report
  8. Question: কোনো সদৃশ পদের জোড়ার একটি `- 7x^2a` হলে অপরটি কী ?

    A
    `5a^2b`

    B
    `7a^2x`

    C
    `7ax^2`

    D
    `9a^2x^2`

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি `12xy^2z` এর সদৃশ পদ ?

    A
    `12x^2yz`

    B
    `10xyz^2`

    C
    `10x^2y^2z^2`

    D
    `5xy^2z`

    Note: Not available
    1. Report
  10. Question: `3x^2 + x^2y + 6xy^2 + 4` রাশিটির সাংখিক সহগগুলো ক্রমান্বয়ে সাজালে নিচের কোনটি হবে ?

    A
    3, 0, 6

    B
    3, 0, 6, 4

    C
    3, 1, 6

    D
    3, 1, 6, 4

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd