Question: একটি গাড়ি সোজা উত্তরদিকে 90 m পথ 15 s সময়ে অত্রিকম করে। পরবর্তীতে গাড়িটি দ্রুত ঘুরে দক্ষিণ দিকে 40 m দূরত্ব 5 s সময়ে অতিক্রম করে। এই 20 s সময়কাল গাড়িটির গড় বেগের মান কত?
Question: একটি পাথরকে স্থির অবস্থায় একটি উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হল। ভূমিতে পৌঁছাতে পাথরটির 4 s এর বেশি সময় লাগে। বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র করা হলে পাথরটির প্রথম 4s সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2s সময়ে পতনের দূরত্বের অনুপাত কত?
Question: একটি বস্তুকে অনুভূমির সাথে `30^0` কোণে নিক্ষেপ করা হল। পরবর্তীতে একই বস্তুকে একই আদি দ্রুতিতে অনুভূমির সাতে `40^0` কোণে নিক্ষেপ করা হল। নিম্নের কোনটি সত্য নং?
Question: একটি গাড়ি `10ms^-1` আদিবেগ নিয়ে সমত্বরণে একটি সোজা রাস্তা বরাবরে চলছে। 100m দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি `20ms^-1` বেগ প্রাপ্ত হল। গাড়িটির ত্বরণ কত?
Question: 2km উঁচুতে অনুভূমিক পথে 200m/s সমগতিতে উড্ডয়নশীল একটি বোমারু বিমানের তলদেশ থেকে একটি বোমার বাঁধন আলগা করে ছেঠড়ে দেওয়া হল। এটি মাটিতে পড়তে প্রায় কত সময় নেবে? (মনে করি পৃথিবীপৃষ্ঠ সমতল এবং মধ্যাকর্ষণজনতি ত্বরণ `10m/s^2`