গতিবিদ্যা
  1. Question: দুইটি গাড়ীর মধ্যবর্তী দূরত 150km এবং একটি অপরটির দিকে যথাক্রমে 40km/h বেগে চলছে। তারা কত ঘণ্টা পর মিলিত হবে?

    A

    B
    2.0h

    C
    1.75h

    D
    1.5h

    Note: Not available
    1. Report
  2. Question: দুইটি গড়ীর মধ্যবর্তী দূরত্ব 150km এবং একটি অপরটির দিকে যথাক্রমে 60 km/h বেগে চলছে। তারা কত ঘন্টা পর মিলিত হবে?

    A
    2.5h

    B
    2.0h

    C
    1.75h

    D
    1.5h

    Note: Not available
    1. Report
  3. Question: `9.8ms^-1` বেগে একটি পাথর উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি সময় পরে ভুপৃষ্ঠে ফিরে আসবে?

    A
    5s

    B
    2s

    C
    3s

    D
    10s

    Note: Not available
    1. Report
  4. Question: একটি পাথরকে ভূমি থেকে 45m উঁচু দালানের উপর থেকে ভূমির সমান্তরালে `16 ms^-1` বেগে নিক্ষেপ করা হলো। পাথরটরে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগচে?

    A
    2.8s

    B
    0.4s

    C
    3s

    D
    1s

    Note: Not available
    1. Report
  5. Question: একটি গাড়ি সোজা উত্তরদিকে 90 m পথ 15 s সময়ে অত্রিকম করে। পরবর্তীতে গাড়িটি দ্রুত ঘুরে দক্ষিণ দিকে 40 m দূরত্ব 5 s সময়ে অতিক্রম করে। এই 20 s সময়কাল গাড়িটির গড় বেগের মান কত?

    A
    2.5 m/s

    B
    5.0 m/s

    C
    6.5 m/s

    D
    7.0 m/s

    Note: Not available
    1. Report
  6. Question: একটি পাথরকে স্থির অবস্থায় একটি উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হল। ভূমিতে পৌঁছাতে পাথরটির 4 s এর বেশি সময় লাগে। বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র করা হলে পাথরটির প্রথম 4s সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2s সময়ে পতনের দূরত্বের অনুপাত কত?

    A
    1/4

    B
    4/1

    C
    1/2

    D
    2/1

    Note: Not available
    1. Report
  7. Question: একটি বস্তুকে অনুভূমির সাথে `30^0` কোণে নিক্ষেপ করা হল। পরবর্তীতে একই বস্তুকে একই আদি দ্রুতিতে অনুভূমির সাতে `40^0` কোণে নিক্ষেপ করা হল। নিম্নের কোনটি সত্য নং?

    A
    অনুভূমিক পাল্লা বৃদ্ধি পেল

    B
    বেগের অনুভূমিক উপাংশ বৃদ্ধি পেল

    C
    সর্বোচ্চ উচ্চতা বৃদ্ধি পেল

    D
    বস্তুটির উড্ডয়নকালে বৃদ্ধি পেল

    Note: Not available
    1. Report
  8. Question: 16kg এর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4kg ও 12kg এর দুটি খন্ড হল। 12kg ভরের বেগ `4ms^-1` হলে অন্য টুকরাটির গতিশক্তি কত?

    A
    96j

    B
    144j

    C
    288j

    D
    192j

    Note: Not available
    1. Report
  9. Question: একটি গাড়ি `10ms^-1` আদিবেগ নিয়ে সমত্বরণে একটি সোজা রাস্তা বরাবরে চলছে। 100m দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি `20ms^-1` বেগ প্রাপ্ত হল। গাড়িটির ত্বরণ কত?

    A
    `0.64ms^-2`

    B
    `1.5ms^-2`

    C
    `2.58ms^-2`

    D
    `6.0ms^-2`

    Note: Not available
    1. Report
  10. Question: 2km উঁচুতে অনুভূমিক পথে 200m/s সমগতিতে উড্ডয়নশীল একটি বোমারু বিমানের তলদেশ থেকে একটি বোমার বাঁধন আলগা করে ছেঠড়ে দেওয়া হল। এটি মাটিতে পড়তে প্রায় কত সময় নেবে? (মনে করি পৃথিবীপৃষ্ঠ সমতল এবং মধ্যাকর্ষণজনতি ত্বরণ `10m/s^2`

    A
    20s

    B
    15s

    C
    10s

    D
    5s

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd