তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
 
  1. Question: কোন পরিবাহীকে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে চালনা করলে উহাতে আবিষ্ট চার্জের মোট পরিমাণ নির্ভর করে।

    A
    যে হারে চুম্বক বলরেখার পরিবর্তন ঘটে তার উপর

    B
    প্রারম্ভিক চৌম্বক বল রেখার উপর

    C
    চুড়ান্ত চৌম্বক বল রেখার উপর

    D
    চৌম্বক বল রেখার পরিবর্তনের উপর

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটি সুবেদী গ্যালভানোমিটার?

    A
    বেশী বিদ্যুৎ প্রবাহিত করলে অল্প বিক্ষেপ হয়

    B
    অল্প বিদ্যুৎ প্রবাহিত করলে বেশি বিক্ষেপ হয়

    C
    বেশী বিদ্যুৎ প্রবাহিত করলে যদি বিক্ষেপ কম হয়

    D
    অল্প বিদ্যুৎ প্রবাহিত করলে যদি বিক্ষেপ বেশী হয়

    Note: Not available
    1. Report
  3. Question: যে তারের কুণ্ডলীতে অবশিষ্ট বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে বলে-

    A
    বিদ্যুৎ কুণ্ডলী

    B
    চুম্বক কুণ্ডলী

    C
    গৌণ কুণ্ডলী

    D
    মুখ্য কুণ্ডলী

    Note: Not available
    1. Report
  4. Question: যেটি ভোল্ট মিটারের বৈশিষ্ট্য?

    A
    বর্তনীর যে দুই বিন্দুর বিভব নির্ণয় করতে হয় ভোল্ট মিটারকে সেই বিন্দুর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করতে থাকে

    B
    ভোল্ট মিটারের কার্যকর রোধ খুব কম থাকে

    C
    এর মাধ্যমে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়

    D
    এটি উচ্চ রোধ বিশিষ্ট একটি চালু কুণ্ডলী গ্যালভানোমিটার

    Note: Not available
    1. Report
  5. Question: চৌম্বক ক্ষেত্রের গতিশীল আধানের উপরের বলের মান কোনটি নয়?

    A
    চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক

    B
    চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক

    C
    আধানের মানের সমানুপাতিক

    D
    আধানের বেগের সমানুপাতিক

    Note: Not available
    1. Report
  6. Question: চৌম্বক বলরেখার ধর্ম কে উল্লেখ করেন?

    A
    ফ্যারাডে

    B
    আইনস্টাইন

    C
    নিউটন

    D
    ম্যাক্সওয়েল

    Note: Not available
    1. Report
  7. Question: চৌম্বকীয় ফ্ল্যাক্স এর একক নিম্নের কোনটি?

    A
    টেস্লা

    B
    গস

    C
    অ্যাম্পিয়ার

    D
    ওয়েবার

    Note: Not available
    1. Report
  8. Question: একটি সলিনয়েডকে নিম্নের কোনটি বিবেচনা করা হয়-

    A
    স্থির চুম্বক

    B
    স্থায়ী চুম্বক

    C
    তড়িৎ চুম্বক

    D
    সাধারণ চুম্বক

    Note: Not available
    1. Report
  9. Question: তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া নিম্নের কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেন?

    A
    ওয়েরস্টেড

    B
    ল্যাপ্লাস

    C
    ওহম

    D
    ভোল্টা

    Note: Not available
    1. Report
  10. Question: বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া আবিষ্কার করেন-

    A
    ওয়েরস্টেড-1833

    B
    ওয়েরস্টেড-1819

    C
    স্টিফেন-1819

    D
    জিলবার্ট-1823

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd