আবহাওয়া ও জলবায়ু
 
  1. Question: উচ্চচাপে উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এটি কী নামে পরিচিত?

    A
    ঘূর্ণিঝড়

    B
    জলোচ্ছ্বাস

    C
    কালবৈশাখী

    D
    ভূমিকম্প

    Note: Not available
    1. Report
  2. Question: উজ্জ্বলের বাবা গত বছর বৈশাখ মাসে লঞ্চে করে চাঁদপুর যাচ্ছিল। হঠাৎ উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপের সৃষ্টি করায় লঞ্চটি ডুবে গেল। নিম্নচাপ সৃষ্টি করা বৈশাখ মাসের এই ঝড়কে কী বলে?

    A
    কালবৈশাখী

    B
    ঘূর্ণিঝড়

    C
    টর্নেডো

    D
    সাইক্লোন

    Note: Not available
    1. Report
  3. Question: তেলবাহী একটি জাহাজ ভারত মহাসাগর পাড়ি দেবার সময় অতিরিক্ত নিম্নচাপের কবলে পড়ে। এই নিম্ন চাপকে জাপানে টাইফুন বলে। আমাদের দেশে একে কী বলা হয়?

    A
    সিডর

    B
    আইলা

    C
    টর্নেডো

    D
    ঘূর্ণিঝড়

    Note: Not available
    1. Report
  4. Question: সমুদ্রের উপরিভাগে চাপের তাতম্যের কারণে এক ধরনের বজ্রঝড়ের সৃষ্টি হয়। কী কারণে এই বজ্রঝড়ের সৃষ্টি হয়। কী কারণে এই বজ্রঝড় সৃষ্টি হয়?

    A
    নিম্নচাপ

    B
    উচ্চচাপ

    C
    শৈত্য প্রবাহ

    D
    তাপদাহ

    Note: Not available
    1. Report
  5. Question: বায়ুচাপ খুব কমে গেলে কী দেখা যায়?

    A
    ঝড়

    B
    বৃষ্টি

    C
    তাপ প্রবাহ

    D
    তাপদাহ

    Note: Not available
    1. Report
  6. Question: ভারত মহাসাগরে উৎপন্ন ঘুর্ণিঝড়কে কী বলে?

    A
    সাইক্লোন

    B
    টাইফুন

    C
    টর্নেডো

    D
    হ্যারিকেন

    Note: Not available
    1. Report
  7. Question: আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কিসে?

    A
    সময়ে

    B
    স্থানে

    C
    নামে

    D
    বৈশিষ্ট্যে

    Note: Not available
    1. Report
  8. Question: বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয়-

    A
    বৃষ্টি

    B
    আর্দ্রতা

    C
    বায়ুর চাপ

    D
    কুয়াশা

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি অল্প সময়ের মধ্যে পাল্টে যেতে পারে?

    A
    আবহাওয়া

    B
    জলবায়ু

    C
    বায়ুপ্রবাহের দিক

    D
    মাটির উর্বরতা

    Note: Not available
    1. Report
  10. Question: আমরা কোন কাপড় পরব বা কী করব না তা কীসে দেখ ঠিক করি?

    A
    ঐ দিনের জলবায়ু

    B
    ঐ দিনের আবহাওয়া

    C
    ঐ বছরের জলবায়ু

    D
    ঐ বছরের আবহাওয়া

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd