জলবায়ুর পরিবর্তন
 
  1. Question: শরিফ পরিবেশ উন্নয়নে কাজ করতে গিয়ে বুঝতে পারলো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় বৈশিক উঞ্চায়ন সৃষ্টি হয়েছে । এই উষ্বতা কী কারনে সৃষ্টি হচ্ছে ।

    A
    সচেতনতার ফলে

    B
    পরিবেশের ভারসাম্যোর ফলে

    C
    মানুষের কর্মকান্ডের ফলে

    D
    গাছপালা বৃদ্ধি ফলে

    Note: Not available
    1. Report
  2. Question: রহমান বৈশিক উষ্বায়নের ফলে হিমালয়ের হিমবাহ গলনের একটি ছবি দেখলো । হিমবাহ গলার ফলে কী হবে ।

    A
    পাহাড় ধসে যাবে

    B
    সমুদ্রের পানির উচ্ছতা বৃদ্ধি পাবে

    C
    মেরু অঞ্চল বরফাচ্ছাদিত হবে

    D
    পৃথিবীর তাপমাত্রা কমবে

    Note: Not available
    1. Report
  3. Question: কলকারখানা, যানবাহনে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয় । এতে কোন গ্যাসের পরিমান বেড়ে যাবে বলে তুমি মনে কর ।

    A
    নাইট্রোজেন

    B
    অক্সিজেন

    C
    কার্বন ডাই অক্সাইড

    D
    আর্গন

    Note: Not available
    1. Report
  4. Question: মানুষের অনাকাঙ্ক্ষিত আচরনের ফলে পৃথিবীতে বৈশ্বিক উষ্বায়ন ঘটছে । পৃথিবীতে বৈশ্বিক উষ্বায়নের কারন কোনটি ।

    A
    গাছপালা কেটে ফেলা

    B
    প্রানী নিধন

    C
    পানি দুষন

    D
    শব্দ দূষন

    Note: Not available
    1. Report
  5. Question: মফিজ শীত প্রধান দেশে বাস করে । সেখানে প্লাস্টিকের ঘর বানিয়ে শাকসবজি চাষ করা হয় । মফিজের দেশের ঘরের নাম কী ?

    A
    রেড হাউজ

    B
    হোয়াইট হাউজ

    C
    গ্রিন হাউজ

    D
    ব্লু হাউজ

    Note: Not available
    1. Report
  6. Question: বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমান বেড়ে যাওয়ার কারন কোনটি ?

    A
    বায়ৃুচাপ

    B
    প্রাকৃতিক বিপর্যয়

    C
    জ্বালানি পোড়ানো ও বন উজাড়

    D
    আবহাওয়া পরিবর্তন

    Note: Not available
    1. Report
  7. Question: বৈশ্বিক উষ্বায়নের ফলে কী ঘটবে

    A
    ঘুর্নিঝড় ও জলোচ্ছানের হার ও তাপমাত্রা কমবে

    B
    বৃষ্টিপাতের পরিমান বেড়ে যাবে

    C
    সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে

    D
    ফসলের উৎপাদন বেড়ে যাবে

    Note: Not available
    1. Report
  8. Question: রোহান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দুটি কৌশল অবলম্বন করার কথা ভা্বলো । একটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো । অপরটি কী ?

    A
    পরিবর্তনের সাথে অভিযোজন

    B
    পরিবর্তনের হার বাড়ানো

    C
    পরিবর্তনের হার নিয়ন্ত্রন

    D
    পরিবর্তন স্থায়ী করন

    Note: Not available
    1. Report
  9. Question: শোভনের কলেজের সেচ্ছাসেবি একটি দল পরিবেশ রক্ষার্থে জীবাশ্ন জালানির ব্যাবহার কমানোর কাজে লেগেছে । এই জ্বালানির বিকল্প হিসেবে তারা কোন শক্তির ব্যাবহার করবে ?

    A
    শব্দ শক্তি

    B
    গতি শক্তি

    C
    সৌর শক্তি

    D
    যান্ত্রিক শক্তি

    Note: Not available
    1. Report
  10. Question: টিংকুর বড় ভাই পথের দুপাশে বৃক্ষরোপন করেছে । এই বৃক্ষরোপন বায়ুমন্ডল থেকে কোনটি হ্রাস করবে ?

    A
    অক্সিজেন

    B
    কার্বন ডাইঅক্সাইড

    C
    নাইট্রোজেন

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd