জীব ও আমাদের পরিবেশ
 
  1. Question: আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে?

    A
    সালোকসংশ্লেষণ

    B
    শ্বসন

    C
    প্রস্বেদন

    D
    অভিশ্রবণ

    Note: Not available
    1. Report
  2. Question: আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্র নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে?

    A
    সালোকসংশ্লেষণ

    B
    শ্বসন

    C
    প্রস্বেদন

    D
    অভিষ্রবণ

    Note: Not available
    1. Report
  3. Question: তুমি খেলতে গিয়ে ক্লান্ত হয়ে গেলে, শ্বাসকার্য চালাতে তোমার কষ্ট হচ্ছে। এসময় তোমার কী গ্রহণ করা প্রয়োজন?

    A
    অক্সিজেন

    B
    কার্বন-ডাইঅক্সাইড

    C
    হাইড্রোজেন

    D
    নাইট্রোজেন

    Note: Not available
    1. Report
  4. Question: অন্তুর কাঠাল বাগানে অনেক কাঁঠাল হয়েছে। অন্তুর বাগানের কাঁঠাল গাছ খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে?

    A
    অক্সিজেন

    B
    কার্বন ডাইঅক্সাইড

    C
    হাইট্রোজেন

    D
    নাইট্রোজেন

    Note: Not available
    1. Report
  5. Question: রণ্টির পুকুর পাড়ে একটি বিড়ালের মৃত দেহ পড়ে আছে। এই মৃত দেহ কীসে পরিণত হয়?

    A
    সারে

    B
    পানিতে

    C
    বালুতে

    D
    বায়ুতে

    Note: Not available
    1. Report
  6. Question: আদিবার শিউলী গাছে অনেক ফুল ছিল, কিছুদিন পর এতে বীজ হলো। এই জীব কীসের ফলে সৃষ্টি হয়েছে?

    A
    বাস্তুসংস্থান

    B
    খাদ্যশৃঙ্খল

    C
    খাদ্যজাল

    D
    পরাগায়ন

    Note: Not available
    1. Report
  7. Question: মেঘলার পেয়ারা গাছের বীজ থেকে গাছের গোরায় ছোট ছোট নতুন চারা হয়েছে। মেঘলার গাছের বীজ সৃষ্টিতে কোন প্রাণী সাহায্য করে?

    A
    বিড়াল

    B
    মৌমাছি

    C
    মাকড়সা

    D
    তেলাপোকা

    Note: Not available
    1. Report
  8. Question: জামালের সারিষা ক্ষেত্রে গাছঘ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াকে কী বলে?

    A
    বীজের পরাগায়ন

    B
    বীজের প্রসারণ

    C
    বীজমুক্তকরণ

    D
    বীজের বিস্তরণ

    Note: Not available
    1. Report
  9. Question: তুলি তার ফল গাছ থেকে খাবার সংগ্রহ করে। তুলির গাছগুলো নিজের খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে?

    A
    সূর্যের আলো

    B
    মাটি

    C
    অক্সিজেন

    D
    সার

    Note: Not available
    1. Report
  10. Question: তোমার বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এ চাহিদা মেটানোর জন্য তুমি কার ওপর নির্ভর করবে?

    A
    বাবা-মায়ের ওপর

    B
    প্রাণীর ওপর

    C
    শুধুই উদ্ভিদের ওপর

    D
    উদ্ধিদ ও প্রাণী উভয়ের ওপর

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd