পদার্থ ও শক্তি
 
  1. Question: সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে আমরা কী বলি?

    A
    চুম্বক বিদ্যুৎ

    B
    সৌর বিদ্যুৎ

    C
    রাসায়নিক বিদ্যুৎ

    D
    তাপ বিদ্যুৎ

    Note: Not available
    1. Report
  2. Question: আমরা যে খাবার খাই তার মধ্যে কী থাকে?

    A
    শক্তি

    B
    রং

    C
    বিদ্যুৎ

    D
    আলো

    Note: Not available
    1. Report
  3. Question: কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে কীভাবে শক্তির রূপান্তর ঘটছে?

    A
    তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে

    B
    বিদ্যুৎ শক্তি গতি শক্তিতে

    C
    গতি শক্তি বিদ্যুৎ শক্তিতে

    D
    বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে

    Note: Not available
    1. Report
  4. Question: পিয়াসের ডালিম গাছটি সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। গাছটি তার খাদ্য তৈরির সময় সৌর শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত হয়?

    A
    তাপ শক্তিতে

    B
    যান্ত্রিক শক্তিতে

    C
    রাসায়নিক শক্তিতে

    D
    বিদ্যুৎ শক্তিতে

    Note: Not available
    1. Report
  5. Question: মাল্টিপ্লাগে ইস্ত্রির তার লাগিয়ে দিলে ইস্ত্রি আস্তে আস্তে গরম হয়। এতে শক্তির কোন রূপান্তর ঘটে?

    A
    রাসায়নিক শক্তি `=>` আলোক শক্তি

    B
    গতি শক্তি `=>` তাপশক্তি

    C
    বিদ্যুৎ শক্তি `=>` তাপশক্তি

    D
    আলোকশক্তি `=>` যান্ত্রিক শক্তি

    Note: Not available
    1. Report
  6. Question: কাঠ কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। তখন কোন ধরনের শক্তির রূপান্তর হয়?

    A
    রাসায়নিক শক্তি তাপ শক্তিতে

    B
    তাপশক্তি রাসায়নিক শক্তিতে

    C
    আলোক শক্তি তাপশক্তিতে

    D
    আলোক শক্তি রাসায়নিক শক্তিতে

    Note: Not available
    1. Report
  7. Question: গাছপালা সূর্যের আলো ব্যবহার করে, এক্ষেত্রে আলোক শক্তি কীসে রূপান্তরিত হয়?

    A
    যান্ত্রিক শক্তিতে

    B
    তাপ শক্তিতে

    C
    রাসায়নিক শক্তিতে

    D
    বিদ্যুৎ শক্তিতে

    Note: Not available
    1. Report
  8. Question: পাল তোলা নৌকা অধিকতর জোরে চলে কারণ এতে-

    A
    বায়ু প্রবাহের শক্তি গতিশক্তিতে রূান্তরিত হয়

    B
    সূর্যের আলোকশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়

    C
    বায়ু প্রবাহের শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়

    D
    বায়ু প্রবাহের কারণে পানিতে স্রোত সৃষ্টি হয়

    Note: Not available
    1. Report
  9. Question: কাঠ পুড়িয়ে রান্নার সময় শক্তির কোন রূপান্তরটি ঘটে?

    A
    রাসায়নিক `=>` তাপ শক্তি

    B
    আলোক শক্তি `=>` রাসায়নিক শক্তি

    C
    তাপ শক্তি `=>` গতি শক্তি

    D
    গতি শক্তি `=>` বিদ্যুৎ শক্তি

    Note: Not available
    1. Report
  10. Question: সুমির মা গরম ডালের বাটিতে চামচ রাখলো। সুমি চামচ দিয়ে ডাল নিতে যেয়ে বুঝলো চামচের হাতল অনেক গরম। ডালের তাপ চামচে কোন উপায়ে সঞ্চালন হয়েছে?

    A
    পরিবহন

    B
    পরিচলন

    C
    বিকিরণ

    D
    বিয়োজন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd