পরিশিষ্ট
 
  1. Question: যারা শারীরিক পরিশ্রম বেশি করে তাদের কেমন খাদ্য প্রয়োজন?

    A
    সীমিত পরিমাণ

    B
    শুধু ভিটামিন জাতীয়

    C
    বেশি পরিমাণ

    D
    শুধু আমিষ জাতীয়

    Note: Not available
    1. Report
  2. Question: খাদ্যের দল কয়টি?

    A
    ২টি

    B
    ৪টি

    C
    ৬টি

    D
    ৮টি

    Note: Not available
    1. Report
  3. Question: অপুষ্টিজনিত কারণে শিশুদের কী ধরনের সমস্যা হতে পারে?

    A
    বৃদ্ধি স্বাভাবিক হবে

    B
    বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হবে

    C
    ওজন বৃদ্ধি পাবে

    D
    মেধা ভালো হবে

    Note: Not available
    1. Report
  4. Question: ডলির বৃদ্ধি স্বাভাবিক না হওয়ায় ডাক্তার তাকে আমিষ জাতীয় খাবার খেতে বলে। সে নিচের কোন খাদ্যটি বেশি খাবে?

    A
    লাল শাক

    B
    ডিম

    C
    ডাল

    D
    পেয়ারা

    Note: Not available
    1. Report
  5. Question: খাদ্য অপচয় রোধ করার উদ্দেশ্যে কী করা হয়?

    A
    খাদ্য সংরক্ষণ

    B
    খাদ্য উৎপাদন

    C
    খাদ্য গ্রহণ

    D
    খাদ্য বিক্রি

    Note: Not available
    1. Report
  6. Question: খাদ্যের পচন রোধ করার জন্য আমরা বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করি। চাল, ডাল, গম ইত্যাদি আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি?

    A
    ফ্রিজের ঠাণ্ডায়

    B
    রোদে শুকিয়ে

    C
    হিমাগারে

    D
    বায়ুরোধী পাত্রে

    Note: Not available
    1. Report
  7. Question: শাকসবজি, মছ, মাংস ইত্যাদি খাদ্যদ্রব্য আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি?

    A
    রোধে শুকিয়ে

    B
    বায়ুরোধী পাত্রে

    C
    ফ্রিজের ঠাণ্ডায়

    D
    ফরমালিন দিয়ে

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোন খাদ্যটি রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। এছাড়াও আর কোন পদ্ধতিতে মাছ সংরক্ষণ করতে পারি?

    A
    বায়ুরোধী পাত্রে

    B
    রোদে শুকিয়ে

    C
    ফ্রিজের ঠাণ্ডায়

    D
    ফরমালিন দিয়ে

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোন খাদ্যটি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়?

    A
    শাকসবজি

    B
    মাংস

    C
    ধান

    D
    আচার

    Note: Not available
    1. Report
  10. Question: আমরা ফ্রিজ ও বরফের সাহায্যে মাছ সংরক্সণ করতে পারি। এছাড়াও আর কোন পদ্ধতিতে মাছ সংরক্ষণ করা যায়?

    A
    লবণ দিয়ে

    B
    পানি দিয়ে

    C
    হলুদ দিয়ে

    D
    মরিচ দিয়ে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd