বায়ু
 
  1. Question: পর্বত আরোহন করা নিশাতের এক প্রকার সখ। তিনি পর্বত আরোহনের সময় কোনটি ব্যবহার করবেন?

    A
    অক্সিজেন

    B
    কার্বনডাই অক্সাইড

    C
    নাইট্রোজেন

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  2. Question: শাহীনের বিয়েতে অতিথিদের কোকা-কোলা খাওয়ানো হয়। এই পানীয়র ঝাঁঝালো ভাব রাখতে কোনটি ব্যবহার করা হয়?

    A
    নাইট্রোজেন

    B
    অক্সিজেন

    C
    কার্বন ডাই অক্সাইড

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  3. Question: হাসপাতালে আগুন নেভানোর জন্য সতর্কতামূলক অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রে কী থাকে?

    A
    অক্সিজেন

    B
    কার্বন ডাই অক্সাইড

    C
    নাইট্রোজেন

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  4. Question: তুমি যে খাদ্য গ্রহণ কর তা ভেঙ্গে শাস্তি উৎপন্ন হয়। এক্ষেত্রে কোনটি ভূমিকা পালন করে?

    A
    অক্সিজেন

    B
    নাইট্রোজেন

    C
    কার্বন ডাই অক্সাইড

    D
    ক্লোরোফিল

    Note: Not available
    1. Report
  5. Question: তোমাদের বাড়িতে একটি মাটির ঘর বানানো হবে। মিস্ত্রিরা অনেক ঝরঝরে মাটি উঠানে এনে জমা করল। ঝরঝরে মাটির কণার ফাঁকে কী থাকে?

    A
    বালি

    B
    পাথর

    C
    বায়ু

    D
    সিমেন্ট

    Note: Not available
    1. Report
  6. Question: তোমার বাবা জমিতে ইউরিয়া সার দেন। কোন উপাদান ব্যবহার করে এই সার তৈরি করা হয়?

    A
    অক্সিজেন

    B
    হাইড্রোজেন

    C
    কার্বন ডাইঅক্সা্ড

    D
    নাইট্রোজেন

    Note: Not available
    1. Report
  7. Question: মাছ, মাংস, ফল, চিপস টিন বা প্যাকেট সংরক্ষণ করা হয়। এতে কোন উপাদানটি ব্যবহার করা হয়?

    A
    অক্সিজেন

    B
    সালফার

    C
    নাইট্রোজেন

    D
    জলীয়বাষ্প

    Note: Not available
    1. Report
  8. Question: তোমাদের এলাকায় আগুন লাগলো। আগুন নেভাতে কোনটি ব্যবহার করা হবে?

    A
    নাইট্রোজেন

    B
    অক্সিজেন

    C
    কার্বন ডাইঅক্সাইড

    D
    সালফার ডাইঅক্সাইড

    Note: Not available
    1. Report
  9. Question: উঁচু পাহাড়ের চূড়ায় গেলে সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে যেতে হয়। কেন নিতে হয়?

    A
    পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে

    B
    পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে

    C
    পাহাড়ের চূড়ায় বায় চাপ বেশি থাকে

    D
    পাহাড়ের চূড়ায় অক্সিজেন শূন্য থাকে

    Note: Not available
    1. Report
  10. Question: আমাদের গায়ে বায়ু প্রবাহ এসে লাগলে আমাদের ঠান্ডা লাগে কেন?

    A
    প্রবাহিত বায়ু তাপ শোষণ করে

    B
    প্রবাহিত বায়ু তাপ বর্জন করে

    C
    বায়ুপ্রবাহ ঠাণ্ডা বলে

    D
    আমাদের শরীর ঠান্ডা থাকে বলে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd