সুস্থ জীবনের জন্য খাদ্য
 
  1. Question: তুমি পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে ভীষণ পছন্দ করো। খেলাধুলার আগ্রহ বজায় রাখতে তোমার খাদ্যগ্রহণ কীরূপ হওয়া উচিত?

    A
    অতিরিক্ত

    B
    অনাহার

    C
    পরিমিত

    D
    স্বল্প

    Note: Not available
    1. Report
  2. Question: মিজান একই জাতীয় ও অতিরিক্ত খাবার খায়। এ কারণে তার কী হবে?

    A
    দেহ পাতলা হবে

    B
    দেহ শুকিয়ে যাবে

    C
    দেহের পানি আসবে

    D
    দেহ ভারী হবে

    Note: Not available
    1. Report
  3. Question: শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ দেহের গঠন ও বৃদ্ধিসাধন করে। এগুলো দেহের আর কী করে থাকে?

    A
    ক্ষয় করে

    B
    তাপশক্তি যোগায়

    C
    বৃদ্ধি কমায়

    D
    গঠনে বাধা দেয়

    Note: Not available
    1. Report
  4. Question: কারিমার বয়স ৮ বছর। তার প্রতিদিন সর্বনিম্ন কতটুকু দুধ পান করা প্রয়োজন?

    A
    ১০০ মিলি

    B
    ১৫০ মিলি

    C
    ২৫০ মিলি

    D
    ১০০০ মিলি

    Note: Not available
    1. Report
  5. Question: তোমার বাসায় কোন ফ্রিজ নেই। এই অবস্থায় মাছ দীর্ঘদিন সংরক্ষনের জন্য তুমি তোমার মাকে কী বলবে?

    A
    রান্না করে রাখতে

    B
    ভাজি করে রাখতে

    C
    ভর্তা করে রাখতে

    D
    রোদে শুকিয়ে রাখতে

    Note: Not available
    1. Report
  6. Question: রুম্পাদের বাজারের মাছ বিক্রেতা নদী থেকে মাছ ধরে তা সংরক্ষণ করে। মাছ সংরক্ষণ করতে সে কী ব্যবহার করে?

    A
    সিরকা

    B
    চিনি

    C
    লবণ

    D
    তেল

    Note: Not available
    1. Report
  7. Question: রত্না বাড়িতে জ্যাম, জেলি ও আচার তৈরি করেছে। এইসব খাবার সংরক্ষণ করতে তার কেমন পাত্র নির্বাচন করতে হবে?

    A
    স্টিলের পাত্র

    B
    টিনের পাত্র

    C
    প্লাস্টিকের পাত্র

    D
    বায়ুরোধী পাত্র

    Note: Not available
    1. Report
  8. Question: টুম্পার বাবা বাজার থেকে দুধ আনে। টুম্পার মা তা রেফ্রিজারেটরে রাখতে ভুলে গেলে দুধ নষ্ট কোনটি দ্বারা এ খাদ্য নষ্ট হলো?

    A
    ভাইরাস

    B
    ব্যাকটেরিয়া

    C
    ছত্রাক

    D
    দূষিত বায়ু

    Note: Not available
    1. Report
  9. Question: খাদ্য সংরক্ষণের নানা পদ্ধতি রয়েছে। কোনটি খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি?

    A
    ফ্রিজে সংরক্ষণ

    B
    রোদে শুকিয়ে সংরক্ষণ

    C
    উচ্চ তাপে সংরক্ষণ

    D
    ঠান্ডায় সংরক্ষণ

    Note: Not available
    1. Report
  10. Question: দুধ একটি আদর্শ খাদ্য। এটি কী পদ্ধতিতে সংরক্ষণ করা হয়?

    A
    রাসায়নিক পদ্ধতিতে

    B
    লবণ দেওয়া পদ্ধতিতে

    C
    বরফ দেওয়া পদ্ধতিতে

    D
    বৈজ্ঞানিক পদ্ধতিতে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd