স্বাস্থ্যবিধি
 
  1. Question: শাকিলের বয়স ১৩ বছর। শাকিল এখন কোন কাল অতিক্রম করছে?

    A
    শিশুকাল

    B
    বাল্যকাল

    C
    বয়ঃসন্ধিকাল

    D
    যৌবন কাল

    Note: Not available
    1. Report
  2. Question: আরিফের মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। তার বয়স ১২ বছর। মেয়েটি জীবনের যে পর্যায়ে আছে তা কত বছর থেকে শুরু হয়?

    A
    ৫-১০

    B
    ৮-১৩

    C
    ১০-১৫

    D
    ১৫-২০

    Note: Not available
    1. Report
  3. Question: তুষার বয়সন্ধিকাল অতিক্রম করছে। তার গলার স্বরের পরিবর্তন ও দ্রুত লম্বা হওয়া দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। তুষারের কোন ধরনের পরিবর্তন হয়েছে?

    A
    মানসিক পরিবর্তন

    B
    আচরণিক পরিবর্তন

    C
    শারীরিক পরিবর্তন

    D
    আবেগিক পরিবর্তন

    Note: Not available
    1. Report
  4. Question: স্নিগ্ধা স্কুলে গিয়ে হঠাৎ তার শারীরিক পরিবর্তন দেখতে পায়। বয়ঃসন্ধিকালের এ পরিবর্তন দেখে স্নিগ্ধা দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এমন অবস্থায় তার কী করণীয়?

    A
    শিক্ষকের সাথে পরামর্শ করবে

    B
    কাউকে কিছু বলবে না

    C
    নিজেই সমাধান করবে

    D
    হতাশ হয়ে পড়বে

    Note: Not available
    1. Report
  5. Question: বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলে মেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?

    A
    সবার সাথে বন্ধুভাবাপন্ন হয়

    B
    পড়ালেখায় অধিক মনোযোগী হয়

    C
    প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে

    D
    শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়

    Note: Not available
    1. Report
  6. Question: ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগকে কী বলে?

    A
    শ্বাসজনিত

    B
    ভাইরাস

    C
    সংক্রামক

    D
    হৃদরোগ

    Note: Not available
    1. Report
  7. Question: পোকা-মাকড়ের মাধ্যমে কোনটি মানব শরীরে প্রবেশ করে?

    A
    বাতাস

    B
    পানি

    C
    রোগজীবাণু

    D
    মাটি

    Note: Not available
    1. Report
  8. Question: পানির মাধ্যমে কোন রোগ ছড়াতে পারে?

    A
    ক্যান্সার

    B
    কলেরা

    C
    জলাতঙ্ক

    D
    দৃষ্টিহীনতা

    Note: Not available
    1. Report
  9. Question: যে সকল রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় সেগুলো কী নামে পরিচিত?

    A
    পানিবাহিত রোগ

    B
    মাটিবাহিত রোগ

    C
    বায়ুবাহিত রোগ

    D
    দূষণজনিত রোগ

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি রোগীর কফ, থুতু, হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়?

    A
    যক্ষ্মা

    B
    ডেঙ্গু

    C
    জন্ডিস

    D
    বসন্ত

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd