বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: তোমাদের ছাদের দেয়ালে একটি নতুন বটগাছ জন্মেছে। কীসের মাধ্যমে গাছটির বীজ এখানে এসেছে বলে মনে কর?

    A
    উদ্ভিদ

    B
    প্রাণী

    C
    পানি

    D
    বায়ু

    Note: Not available
    1. Report
  2. Question: পরাগায়ন প্রক্রিয়ায় উদ্ভিদের কোনটি ঘটে?

    A
    বংশবৃদ্ধি হয়

    B
    খাদ্র তৈরি হয়

    C
    শ্বসন ক্রিয়া ঘটে

    D
    খাদ্যশৃঙ্খল গঠিত হয়

    Note: Not available
    1. Report
  3. Question: যদি কোনো এলাকায় ব্যাঙের সংখ্যা কমতে থাকে তাহলে নিচের কোনটি ঘটার সম্ভাবন বেশি?

    A
    ঘাস বড় হয়ে অধিন লম্বা হয়ে যাবে

    B
    পাখি বেশি পরিমাণ মাছ খেতে পারবে

    C
    মাছের সংখ্যা বৃদ্ধি পাবে

    D
    ফড়িং এর সংখ্যা বৃদ্ধি পাবে

    Note: Not available
    1. Report
  4. Question: রবি টেলিভিশনে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে দেখল পোকা ঘাস খায়, ব্যাঙ পোকা খায়, সাপ ব্যাঙ খায়, বাজপাখি সাপ খায়। রবিরে দেখা এই প্রক্রিয়াটির নাম কী?

    A
    খাদ্যজাল

    B
    খাদ্যশৃঙ্খল

    C
    খাদ্য পিরামিড

    D
    খাদ্য তৈরির পরিবেশ

    Note: Not available
    1. Report
  5. Question: তোমার শহরের বাড়ির পাশের উদ্যানটিতে অনেক গাছপালা, পশু-পাখি ও লোক রয়েছে। এ সকল উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন খাদ্য শৃঙ্খলের অন্তর্ভূক্ত। এই খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে তৈরি করে?

    A
    খাদ্যশৃঙ্খল

    B
    খাদ্য পিরামিড

    C
    খাদ্যজাল

    D
    খাদ্য তৈরির পরিবেশ

    Note: Not available
    1. Report
  6. Question: তুমি একটি ব্যাঙকে দেখলে ঘাসফড়িং খেতে। এ ঘাসফড়িং আবার ঘাস খায়। এভাবে পরিবেশে কী তৈরি হয়?

    A
    খাদ্য শৃঙ্খল

    B
    খাদ্য পিরামিড

    C
    খাদ্যজাল

    D
    খাদ্য তৈরির পরিবেশ

    Note: Not available
    1. Report
  7. Question: তোমার বাড়ির পুকুরটিতে আছে ব্যাঙ, শ্যাওলা জাতীয় ছোট ছোট উদ্ভিদকণা। এছাড়াও আছে ছোট-বড় অনেক মাছ। পুকুরটিতে কোনটি তৈরি হতে পারে?

    A
    খাদ্যজাল

    B
    খাদ্যশৃঙ্খল

    C
    খাদ্যপিরামিড

    D
    খাদ্য তৈরির পরিবেশ

    Note: Not available
    1. Report
  8. Question: সকল প্রাণীই বায়ু থেকে গ্রহণ করে-

    A
    নাইট্রোজেন

    B
    অক্সিজেন

    C
    হাইড্রোজেন

    D
    নাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  9. Question: বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানতঃ উদ্ভিদ ও প্রাণি একে অপরের উপর নির্ভরশীল?

    A
    নাইট্রোজেন ও অক্সিজেন

    B
    অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড

    C
    অক্সিজেন ও হাইড্রোজেন

    D
    নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড

    Note: Not available
    1. Report
  10. Question: একাধিক খাদ্যশৃঙ্খল ওতপ্রোতোভাবে জড়িয়ে কোনটি তৈরি করে?

    A
    খাদ্য পিরামিড

    B
    মানব পিরামিড

    C
    খাদ্যজাল

    D
    বাস্তুসংস্থান

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd