বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: জলাশয়ের পয়ঃনিষ্কাশন করলে কোন প্রকার দূষণ ঘটে?

    A
    মাটি দূষণ

    B
    বায়ু দূষণ

    C
    পানি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  2. Question: মাটি দূষণের ক্ষতিকর প্রভাব কোনটি?

    A
    তাপমাত্রা বৃদ্ধি

    B
    এসিড বৃষ্টি

    C
    ডায়রিয়া

    D
    জমির উর্বরতা নষ্ট

    Note: Not available
    1. Report
  3. Question: হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদি কী দুষণের জন্য দায়ী?

    A
    বায়ু দূষণ

    B
    শব্দ দূষণ

    C
    মাটি দূষণ

    D
    পানি দূষণ

    Note: Not available
    1. Report
  4. Question: বিনা প্রয়োজনে গাড়ির হর্ণ বাজালে কোন প্রকার দূষণ হয়?

    A
    মাটি দূষণ

    B
    বায়ু দূষণ

    C
    শব্দ দূষণ

    D
    পানি দূষণ

    Note: Not available
    1. Report
  5. Question: মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী?

    A
    বায়ু দূষণ

    B
    মাটি দূষণ

    C
    পানি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  6. Question: গ্রীষ্মের ছুটির পর তুমি বিদ্যালয়ে গিয়ে দেখলে বাগানো চারাগাছগুলো শুকিয়ে মারা গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপন করে, তোমার প্রথম করণীয় কী?

    A
    নিয়মিত সার প্রয়োগ করবে

    B
    আগাছা পরিষ্কার করবে

    C
    নিড়ানী দিবে

    D
    নিয়মিত পানি দিবে

    Note: Not available
    1. Report
  7. Question: টুনু তার জবা গাছটিতে প্রতিদিন পানি দেয়। পানি ছাড়া গাছটি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। টুকুনর গাছটি পুষ্টি উপাদান শোষণ করে কোথা থেকে?

    A
    সূর্য

    B
    মাটি

    C
    ব্যাঙ

    D
    পাতা

    Note: Not available
    1. Report
  8. Question: তাতান চকলেট, চিপস, কোমল পাণীয় খেতে পছন্দ করলেও পরিপাকে সাহায্য করে এমন একটি প্রয়োজনীয় উপাদান খেতে চায় না। তাতান কী খেতে চায় না?

    A
    পানি

    B
    বোরহানী

    C
    কোকা-কোলা

    D
    জুস

    Note: Not available
    1. Report
  9. Question: রোদেলার অনেক জ্বর হয়েছে। ডাক্তার তাকে বেশি করে তরল খাবার ও পানি খেতে বলেছে। পানি রোদেলার দেহে কোন কাজটি করবে?

    A
    তাপমাত্রা বৃদ্ধি করবে

    B
    স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে

    C
    হজমে ব্যাঘাত ঘটাবে

    D
    রক্ত সঞ্চালনে বাঁধা প্রদান করবে

    Note: Not available
    1. Report
  10. Question: দেহ সুস্থ সকল রাখতে পুষ্টি উপাদান প্রয়োজন। পুষ্টি উপাদান দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য কোনটি প্রয়োজন?

    A
    অক্সিজেন

    B
    রক্ত

    C
    পানি

    D
    বায়ু

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd