বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: আমাদের শরীরে খাদ্য গ্রহণের পরিমাণ ও মাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে?

    A
    মেধা, বিশ্রামের মাত্রা ও দেহের আকৃতি

    B
    বয়স, বিশ্রামের মাত্রা ও দেহের আকৃতি

    C
    বয়স, পরিশ্রমের মাত্রা ও দেহের আকৃতি

    D
    মেধা, পরিশ্রমের মাত্রা ও দেহের আকৃতি

    Note: Not available
    1. Report
  2. Question: তোমার বন্ধু রহিম প্রতিদিন খেলাধুলা করে। এমতাবস্থায় তার শরীর সুস্থ ও সবল রাখার জন্য নিচের কোন কাজটি বেশি গুরুত্ব সহকারে করার জন্য তুমি তাকে পরামর্শ দিবে?

    A
    নিয়মিত গোসল করতে বলবে

    B
    নিয়মিত খ্রমণ করতে বলবে

    C
    নিয়মিত স্কুলে যেতে বলবে

    D
    নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে বলবে

    Note: Not available
    1. Report
  3. Question: সুষম খাদ্যের অভাবে শিশুরা পুষ্টিহীনতায় ভোগে। এর ফলে শিশুর-

    A
    ঘন ঘন ডায়রিয়া হবে

    B
    সুস্থ সবলভাবে বেড়ে উঠতে ব্যাঘাত হবে

    C
    সহজে মাথা ব্যাথা ও জ্বরে আক্রান্ত হবে

    D
    কলেরা আমাশয় রোগে আক্রান্ত হবে

    Note: Not available
    1. Report
  4. Question: রিমাদের গৃহকর্মী পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করে না। এর ফলে তার কী হতে পারে?

    A
    কর্মক্ষমতা হ্রাস পাবে

    B
    সবল হবে না

    C
    ওজন জনিত সমস্যা হবে

    D
    দেহে পুষ্টির চাহিদা বৃদ্ধি পাবে

    Note: Not available
    1. Report
  5. Question: পথশিশু সোহেল কাগজ কুড়ানোর কাজ করে। সব বেলা ঠিকমত খাবার খেতে পায় না। বয়স অনুযায়ী তার উচ্চতা ও ওজন একেবারেই কম। সোহেলের উচ্চতা ও ওজন কম হওয়ার কারণ কী?

    A
    খাবার খায় না বলে

    B
    কম বয়সে কাজ করে বলে

    C
    শরীর দুর্বল বলে

    D
    অপুষ্টিতে স্বাভাবিক বৃদ্ধি হয় নি বলে

    Note: Not available
    1. Report
  6. Question: ঝিকোর বড় ভাইটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য গ্রহণ করে। এ থেকে ঝিকোর ভাইয়ের কী সমস্যা হতে পারে?

    A
    ওজনজনিত

    B
    পুষ্টিজনিত

    C
    আহারজনিত

    D
    বৃদ্ধিজনিত

    Note: Not available
    1. Report
  7. Question: অন্দিন্দ্য জ্বরে দুর্বল হয়ে পড়লে ডাক্তার তাকে সুষম খাদ্যের একটি তালিকা অনুযায়ী খাদ্য খাওয়ানোর পরামর্শ দেন। অনিন্দ্য ১২ বছরের শিশু। তার আমিষ জাতীয় খাদ্য প্রতিদিন কত বার খেতে হবে?

    A
    ২-৩ বার

    B
    ৩-৪ বার

    C
    ১-২ বার

    D
    ৪-৫ বার

    Note: Not available
    1. Report
  8. Question: মিলির বয়স ৫ বছর। প্রতিদিনের খাদ্য তালিকায় তার কতটুকু সবজি খেতে হবে?

    A
    ১/২ কাপ

    B
    ১ কাপ

    C
    ২ কাপ

    D
    ৩ কাপ

    Note: Not available
    1. Report
  9. Question: সুস্থ সবল দেহের অধিকারী হতে হলে তোমাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। কয়টি উপাদান মিশে এ ধরনের খাদ্য তৈরি হয়?

    A

    B

    C

    D

    Note: Not available
    1. Report
  10. Question: তোমার স্কুলের টিফিনের খাবারটিতে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি রয়েছে। তোমার খাবারটিকে কী খাদ্য বলা যেতে পারে?

    A
    আমিষ জাতীয় খাদ্য

    B
    সুষম খাদ্য

    C
    জাঙ্ক ফুড

    D
    কৃত্রিম খাদ্য

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd