বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: সুমনের বাবা একজন কৃষক। তিনি নিচের কোন প্রযুক্তির উপর নির্ভরশীল?

    A
    এক্স রে

    B
    কম্পিউটার

    C
    ট্রাক্টর

    D
    অণূবীক্ষণ যন্ত্র

    Note: Not available
    1. Report
  2. Question: রহিমের বাবা তাঁর জমিতে উৎপাদন বৃদ্ধির জন্য একজন কৃষি কর্মকর্তার পরামর্শ নিলেন। কর্মকর্তা তাঁকে কী ব্যবহারের পরামর্শ দিবেন?

    A
    ফিটকিরি

    B
    ট্যালকম পাউডার

    C
    রাসায়নিক সার

    D
    ডি. ডি. টি

    Note: Not available
    1. Report
  3. Question: ১৭০০ সাল পর্যন্ত বৃষি প্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীর। এ সময় ব্যবহৃত হতো কোনটি?

    A
    পাওয়ার টিলার

    B
    ট্রাক্টর

    C
    লাঙ্গল

    D
    ফসল কাটার যন্ত্র

    Note: Not available
    1. Report
  4. Question: কৃষি প্রযুক্তির প্রথম যুগকে বলা হয় উন্নত ও যন্ত্র ব্যবহারের যুগ। নিচের কোনটি ব্যবহার হয় এই যুগে?

    A
    লাঙ্গল দিয়ে জমি চাষ

    B
    সেচের প্রচলন

    C
    কোদাল ব্যবহার

    D
    কাস্তে দিয়ে ফসল কাটা

    Note: Not available
    1. Report
  5. Question: জেনেটিক ইঞ্জিনিয়ারিং জৈব প্রযুক্তির একটি দিক। এর মাধ্যমে কোনটি করা হয়?

    A
    ফসল কাটা হয়

    B
    ফসল মাড়াই করা হয়

    C
    কৃষি উৎপাদন বৃদ্ধি করা হয়

    D
    ফসল বোনা

    Note: Not available
    1. Report
  6. Question: জৈব প্রযুক্তি মানুষকে কীভাবে সাহায্য করে?

    A
    স্বল্প সময়ে অধিক কাজ করতে

    B
    অধিক ফলনশীল উদ্ভদ উৎপাদনে

    C
    অধিক ক্ষতিকর পোকামাকড় উৎপাদনে

    D
    দ্রুত কর্মক্ষম যন্ত্র আবিষ্কারে

    Note: Not available
    1. Report
  7. Question: কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির কী হয়?

    A
    ক্ষয়রোধ হয়

    B
    লবণাক্ততা বাড়ে

    C
    উৎপাদন ক্ষমতা কমে

    D
    উর্বরতা বজায় থাকে

    Note: Not available
    1. Report
  8. Question: প্রাঞ্জলদের এলাকায় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। যাতে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ ‍উৎপাদন করা হয়। এ থেকে কোনটি সৃষ্টি হতে পারে?

    A
    বৈশ্বিক উষ্ণায়ন

    B
    খড়া

    C
    বন্যা

    D
    অনাবৃষ্টি

    Note: Not available
    1. Report
  9. Question: রন্তু পত্রিকায় পড়লেঅ ফিলিস্তিনের বোমা বিস্ফোরণে অনেক লোক মারা গেছে। এটি প্রযুক্তির কীরূপ ব্যবহার?

    A
    ভয়াবহ

    B
    থাযথ

    C
    আকর্ষনীয়

    D
    স্বাভাবিক

    Note: Not available
    1. Report
  10. Question: শিলা পড়াশুনা বাদ দিয়ে এক নাগাড়ে অনেক্ষণ টিভি দেখে। এই নেশা কী শিলা ক্ষতি করবে?

    A
    রোগে আক্রান্ত হবে

    B
    পরীক্ষায় ফেল করবে

    C
    মুক্ত চিন্তায় বাঁধা দিবে

    D
    বুদ্ধি হ্রাস পাবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd