বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: এক নাগাড়ে কত সময় কম্পিউটার টেলিভিশন ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

    A
    দুই ঘন্টা

    B
    তিন ঘন্টা

    C
    চার ঘন্টা

    D
    পাঁচ ঘন্টা

    Note: Not available
    1. Report
  2. Question: তুমি কথা বর্তার মাধ্যমে বন্ধু ও পরিবারের সদস্যদের কাছ থেকে অনেক কিছু জানতে পারো। যা তোমাকে ভালোভাবে বাঁচতে ও নিরাপদ রাখতে সাহায্য করে। তোমার এই জানার প্রক্রিয়াকে কী বলে?

    A
    তথ্য বিনিময়

    B
    যোগাযোগ

    C
    আদান-প্রদান

    D
    সামাজীকিকরণ

    Note: Not available
    1. Report
  3. Question: দিনার গ্রামের আশেপাশের অনেক লোক সোয়ান ফ্লুতে আক্রান্ত হয়েছে। একজন টিভি রিপোর্টার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলো। প্রতিবেদনটি প্রকাশ পাওয়ায় কোনটি ঘটবে?

    A
    ফ্লু ছড়িয়ে

    B
    সবাই চিকিৎসা নেবে

    C
    আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে

    D
    ফ্লু নিয়ে আলোচনা করবে

    Note: Not available
    1. Report
  4. Question: শফিকদের পরিবার উপকূলীয় এলাকারয় বসবাস করে। আবহাওয়াবিদরা জানালেন বিছুদিনের মধ্যে এখানে জলোচ্ছ্বাস আঘাত হানবে। এই তথ্যের মাধ্যমে শফিকরা কী করতে পারবে?

    A
    জলোচ্ছ্বাস সম্পর্কে জানবে

    B
    সবাইকে জানাবে

    C
    জীবন রক্ষা করবে

    D
    উপকূলের নিকটে যাবে

    Note: Not available
    1. Report
  5. Question: মতিন বঙ্গোপসাগরের মাছ ধরার জন্য ট্রালার চালায়। হঠাৎ একদিন টেলিভিশনের মাধ্যমে জলোচ্ছ্বাস আঘাত হানবে। এই খবর শুনতে পেয়ে সে ট্রলার নিরাপদ স্থানে নিয়ে যায়। টেলিভিশনের তথ্যের মাধ্যমে মতিন কী রক্ষা করতে পেরেছে?

    A
    রাষ্ট্রীয় সম্পদ

    B
    মানবিক সম্পদ

    C
    ব্যক্তিগত সম্পদ

    D
    সামাজিক সম্পদ

    Note: Not available
    1. Report
  6. Question: বর্তমানে পৃতুল তথ্য বিনিময়ে ই-মেইল, মোবাইল, কম্পিউটার ব্যবহার করে। পৃতুলের ব্যবহৃত এই বিনিময় প্রযুক্তিকে কী বলে?

    A
    জৈব প্রযুক্তি

    B
    রাসায়নিক প্রযুক্তি

    C
    যান্ত্রিক প্রযুক্তি

    D
    আইসিটি

    Note: Not available
    1. Report
  7. Question: তথ্য আমাদের কীভাবে সাহায্য করে?

    A
    নতুন কিছু শিখতে

    B
    পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে

    C
    অসচেতন হতে

    D
    ঘুমাতে

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি সঠিক?

    A
    তথ্য না জানলেও চলে

    B
    তথ্য বিনময় করতে হবে

    C
    তথ্য বিনিময় ব্যয়বহুল

    D
    তথ্য বিনিময় নিরাপত্তা নষ্ট করে

    Note: Not available
    1. Report
  9. Question: তথ্য বিনিময়ের ফলে কী ঘটে?

    A
    নিরাপত্তা নষ্ট হয়

    B
    জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে

    C
    বিপদ হতে রক্ষা পাওয়া যায়

    D
    বন্ধুত্ব নষ্ট হয়

    Note: Not available
    1. Report
  10. Question: অন্তর বিজ্ঞান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটার সংযুক্তকারী বিশাল নেটওয়ার্কের সাহায্য নেয়। অন্তরকে সহায়তাকারী নেটওয়ার্ককে কী বলে?

    A
    ইন্টারনেট

    B
    মোবাইল

    C
    টেলিভিশন

    D
    ডেস্কটপ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd