বিজ্ঞান - পঞ্চম শ্রেণি
 
  1. Question: ব্যাঙ ঘাসফড়িংকে খায়। আবার ঘাসফড়িং ঘাস খায়। এভাবে পরিবেশে কী তৈরি হয়?

    A
    খাদ্যজাল

    B
    খাদ্য পিরামিড

    C
    খাদ্যচূড়া

    D
    খাদ্যমৃঙ্খল

    Note: Not available
    1. Report
  2. Question: নিদাদের বাড়ির দেয়ালে একটি বটগাছ জন্মেছে। এ জীবটি সেখানে আসার কারণ কোনটি?

    A
    উদ্ভিদ

    B
    প্রাণী

    C
    বায়ু

    D
    পানি

    Note: Not available
    1. Report
  3. Question: সুন্দরবনে সকল জীব ও জড়ের মাধ্য পারস্পারিক ক্রিয়া সম্পন্ন হয়। পারস্পরিক এ ক্রিয়াকে কী বলে?

    A
    কর্মসংস্থান

    B
    খাদ্যজাল

    C
    বাস্তুসংস্থান

    D
    খাদ্যশৃঙ্খল

    Note: Not available
    1. Report
  4. Question: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?

    A
    বায়ু

    B
    পাথর

    C
    পাহাড়

    D
    বালি

    Note: Not available
    1. Report
  5. Question: নাহিদ পরিবারের সাথে কয়েকদিনের জন্য বেড়াতে গেল। এতে তার বাড়ির ছাদে ট্যাবে চাষ করা ফুলের গাছে পানি দেওয়া হয়নি। নাহিদ ফিরে এসে দেখলো এতদিন পানি না পেয়েও গাছগুলো বেঁচে আছে। কোন উপাদানের কারণে গাছগুলো জীবিত আছে বলে তোমার মনে হয়?

    A
    সার ও অক্সিজেন

    B
    মাটি ও বায়ু

    C
    অক্সিজেন ও মাটি

    D
    অক্সিজেন ও কার্বনডাই অক্সাইড

    Note: Not available
    1. Report
  6. Question: রেবাদের বাড়ির পাশে বিশাল একটি দীঘি রয়েছে। কোন প্রাণীটি এ দীঘিতে বাস করতে পারে বলে পারে বলে তুমি মনে কর?

    A
    কেঁচো

    B
    চিংড়ি

    C
    হাঁস

    D
    ইঁদুর

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটির বাসস্থান মাটি?

    A
    কচুরিপানা

    B
    শাপলা

    C
    মাছ

    D
    কেঁচু

    Note: Not available
    1. Report
  8. Question: ঘাস, মুরগি ও মানুষ প্রকৃতিতে একটি বিশেষ শৃঙ্খল গঠন করে থাকে। এই শৃঙ্খলে ঘাস কোনটির উপর নির্ভরশীল?

    A
    মুরগি

    B
    মানুষ

    C
    বায়ু

    D
    সূর্যর আলো

    Note: Not available
    1. Report
  9. Question: উদ্ভিদের ফুল ফোটাতে বিভিন্ন কীটপতঙ্গ ও পাখি সহায়তা করে। কীটপতঙ্গ ও পাখি দ্বারা উদ্ভিদকে সহায়তা করবার এ প্রক্রিয়াটি কী নামে পরিচিত?

    A
    পরাগায়ন

    B
    অভিশ্রবণ

    C
    প্রশ্বেদন

    D
    সালোকসংশ্লেষণ

    Note: Not available
    1. Report
  10. Question: সোহাগদের বাড়ি মধুপুর জঙ্গলের পাশে। এ বনে কাঠবিড়ালি ও বানর দেখা যায়। এই প্রাণীগুলোর আবাসস্থল কোনটি?

    A
    মাটি

    B
    গাছ

    C
    মরুভূমি

    D
    নদী

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd