অম্ল, ক্ষারক ও লবণ
 
  1. Question: মানবদেহের পাকস্থলীতে বিদ্যমান হাইড্রোক্লোরিক এসিড কোন কাজে সহায়তা করে?

    A
    চর্মরোগ দূরীকরণে

    B
    খাদ্যদ্রব্য হজমে

    C
    শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দূরীকরণে

    D
    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে

    Note: Not available
    1. Report
  2. Question: `KOH + A rarr KNO_3 + H_2O`; এ বিক্রিয়ায় A যৌগটি কী কাজে ব্যবহৃত হয়?

    A
    সাবান উৎপাদনে

    B
    কীটনাশক তৈরিতে

    C
    বিস্ফোরক দ্রব্য প্রস্তুতিতে

    D
    খাদ্যেদ্রব্যের মোড়ক তৈরিতে

    Note: Not available
    1. Report
  3. Question: খাবার সোডাতে ভিনেগার যোগ করলে কোন রাসায়নিক বিক্রিয়াটি ঘটবে?

    A
    `NaHCO_3 + C_6H_8O_2 rarr Na_3C_6H_5O_2 + CO_2 + H_2O`

    B
    `NaHCO_3 + C_6H^8O_7 rarr Na_3C_6H_6H_5O_7 + H_2O`

    C
    `NaHCO_3 +CH_3COOH rarr CH_3COONa + CO_2 + H_2O`

    D
    `NaHCO_3 + CH_2COOH rarr CH_3COONa + H_2O`

    Note: Not available
    1. Report
  4. Question: পাকস্থলীতে এসিডিটি সমস্যাজনিত কারণে এন্টাসিড সেবন করলে কোন বিক্রিয়াটি ঘটবে?

    A
    প্রশমন বিক্রিয়া

    B
    দহন বিক্রিয়া

    C
    সংযোজন বিক্রিয়া

    D
    বিয়োজন বিক্রিয়া

    Note: Not available
    1. Report
  5. Question: লেবুর রসে নীল লিটমাস কাগজ ডুবালে তা লাল হয়ে যায়, এর কারণ কী?

    A
    পটাশিয়াম কার্বনেট ও অ্যামোনিয়ার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে

    B
    অ্যামোনিয়া ও সাইট্রিক এসিডের মধ্যে রাসায়নিক বিক্রিযা ঘটে

    C
    পটাশিয়াম কার্বনেট ও সাইট্রিক এসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে

    D
    অ্যামোনিয়া ও টারটারিক এসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে

    Note: Not available
    1. Report
  6. Question: পরীক্ষাগারে সালফিউরিক এসিড নিয়ে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হয় কেন?

    A
    এটি মৃদু এসিড বলে

    B
    এটি বোতলে সংরক্ষণ করা যায় না বলে

    C
    এতে পানি ঢাললে ফুটতে শুরু করে বলে

    D
    এটি জৈব এসিড বলে

    Note: Not available
    1. Report
  7. Question: পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্টকে কী বলে?

    A
    মিল্ক অফ লাইম

    B
    মিল্ক অফ ম্যাগনেসিয়া

    C
    লাইম ওয়াটার

    D
    কুইক লাইম

    Note: Not available
    1. Report
  8. Question: কাগজ ও রেয়ন শিল্পে কোনটি ব্যবহৃত হয়?

    A
    সোডিয়াম হাইড্রোক্সাইড

    B
    ভিনেগার

    C
    মিথাইল রেড

    D
    ফেনোফথ্যালিন

    Note: Not available
    1. Report
  9. Question: ঘরবাড়ি হোয়াইট ওয়াশ করতে কোনটি ব্যবহৃত হয়?

    A
    লাইম ওয়াটার

    B
    মিল্ক অফ ম্যাগনেসিয়া

    C
    ফরমিক এসিড

    D
    কস্টিক সোডা

    Note: Not available
    1. Report
  10. Question: গাড়ির ব্যাটারিতে কোন এসিড বিদ্যমান?

    A
    হাইড্রোক্লোরিক এসিড

    B
    সালফিউরিক এসিড

    C
    কার্বোলিক এসিড

    D
    পারক্লোরিক এসিড

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd