উদ্ভিদে বংশ বৃদ্ধি
 
  1. Question: নিষিক্তকরণ প্রক্রিয়া কীভাবে ঘটে?

    A
    দুটি পুংগ্যামেট একসাথে যুক্ত হওয়ার মাধ্যমে

    B
    দুটি স্ত্রীগ্যামেট একসাথে যুক্ত হওয়ার মাধ্যমে

    C
    একটি পুংগ্যোমেটের সাথে একটি স্ত্রীগ্যামেট মিলিত হয়ে

    D
    পরাগরেণু গর্ভদন্ডে স্থানান্তরিত হয়ে

    Note: Not available
    1. Report
  2. Question: আমকে প্রকৃত ফল বলা হয় কেন?

    A
    এর ফুলের শুধু গর্ভাশয় ফলে পরিণত হয় বলে

    B
    এর ফুলের গর্ভাশয় ছাড়া অন্যান্য অংশ ফলে পরিণত হয় বলে

    C
    এর ফলত্বক পুরু বলে

    D
    এর ফুলে অনেকগুলো গর্ভাশয় থাকে বলে

    Note: Not available
    1. Report
  3. Question: বীজত্বকের বাইরের স্তরকে কী বলে?

    A
    টেগমেন

    B
    টেস্টা

    C
    ভ্রুণমূল

    D
    এপিকোটাইল

    Note: Not available
    1. Report
  4. Question: মৃৎগত অঙ্কুরোদগম দেখা যায় কোনটিতে?

    A
    ধান

    B
    কুমড়া

    C
    রেড়ি

    D
    তেঁতুল

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটি মৃৎগত উদ্ভিদ?

    A
    হোলা

    B
    রেড়ী

    C
    কুমড়া

    D
    তেঁতুল

    Note: Not available
    1. Report
  6. Question: বীজের সুচালো অংশের নিকটস্থ ছিদ্রটি হলো-

    A
    ভ্রুণমূল

    B
    হাইপোকাটাইল

    C
    মাইক্রোপাইল

    D
    টেগমেন

    Note: Not available
    1. Report
  7. Question: বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

    A
    অঙ্কুরোদগম

    B
    পরাগায়ন

    C
    বিস্তরণ

    D
    নিষিক্তকরণ

    Note: Not available
    1. Report
  8. Question: ছোলা বীজের অঙ্গুরোদগমে বীজপত্র দুটি মাটির নিচে থেকে ভ্রুণকান্ড উপরে উঠে আসার মূল কারণ কোনটি?

    A
    এপিকোটাইলের অতিরিক্ত বৃদ্ধি

    B
    এপিকোটাইলের অতিরিক্ত হ্রাস

    C
    হাইপোকোটাইলের অতিরিক্ত বৃদ্ধি

    D
    হাইপোকোটাইলের অতিরিক্ত হ্রাস

    Note: Not available
    1. Report
  9. Question: ছোলাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয় কেন?

    A
    এর বীজে বীজপত্র একটি বলে

    B
    এর পাতার শিরাবিন্যাস জালিকাকার বলে

    C
    এর পাতার শিরাবিন্যাস সমান্তরাল বলে

    D
    এর কান্ড নরম লতাজাতীয় বলে

    Note: Not available
    1. Report
  10. Question: বীজত্বকের ভিতরের স্তর কোনটি?

    A
    এক্টোডার্ম

    B
    এন্ডোডার্ম

    C
    টেস্টা

    D
    টেগমেন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd