জীবের বৃদ্ধি ও বংশগতি
 
  1. Question: প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে কী বলে?

    A
    সেন্ট্রোজোম

    B
    ক্রোমোটিড

    C
    সেন্ট্রোমিয়ার

    D
    সেন্ট্রিওল

    Note: Not available
    1. Report
  2. Question: জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরুষাণুক্রমে বহন করে কোনটি?

    A
    জাইগোট

    B
    আরএনএ

    C
    নিউক্লিয়াস

    D
    ডিএনএ

    Note: Not available
    1. Report
  3. Question: কোনটিকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়?

    A
    নিউক্লিয়াসকে

    B
    সেন্ট্রোজোমকে

    C
    ক্রোমোজোমকে

    D
    জাইগোটকে

    Note: Not available
    1. Report
  4. Question: মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কতটি?

    A
    ২০

    B
    ২৩

    C
    ৪৬

    D
    ৫০

    Note: Not available
    1. Report
  5. Question: ক্রোমোটিডের আকৃতি কীসের মতো?

    A
    ডিম

    B
    সুতা

    C
    বৃত্ত

    D
    ফিতা

    Note: Not available
    1. Report
  6. Question: ক্রো্মোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়,কারণ- ১.এটি বংশগতির ধারা অক্ষুন্ন রাখার জন্য বাহক হিসেবে কাজ করে ২.এটি জিনকে সরাসরি মাতা-পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায় ৩.এটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে তিনটি গঠন করে নিচের কোনটি সঠিক?

    A
    ১ ও ২

    B
    ১ ও ৩

    C
    ২ ও ৩

    D
    ১ ও ২ ও ৩

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

    A
    কোষসংখ্যা

    B
    বিপাকক্রিয়া

    C
    প্রজননকাল

    D
    চুলের প্রকৃতি

    Note: Not available
    1. Report
  8. Question: নিউক্লিক এসিড হলো- ১.DNA ২.RNA ৩.ATP নিচের কোনটি সঠিক?

    A
    ১ ও ২

    B
    ১ ও ৩

    C
    ২ ও ৩

    D
    ১ ও ২ ও ৩

    Note: Not available
    1. Report
  9. Question: ডিএনএ হলো- ১.রাইবোনিউক্লিক এসিড ২.ক্রোমোজোমের প্রধান উপাদান ৩.জিনের রাসায়নিক উপাদান নিচের কোনটি সঠিক?

    A
    ১ও২

    B
    ১ও৩

    C
    ২ও৩

    D
    ১ ও ২ ও ৩

    Note: Not available
    1. Report
  10. Question: মা ও বাবার কিছু বৈশিষ্ট্য সন্তানসন্ততি পেয়ে থাকে|বংশপরম্পরায় বৈশিষ্ট্য পরিবহনে ক্রোমোজোম বাহক হিসেবে কাজ করে| এ ধরনের বৈশিষ্ট্য প্রাপ্তিতে কোনটি মূল ভূমিকা পালন করে-

    A
    DNA

    B
    RNA

    C
    ATP

    D
    NADP

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd