পরিবেশ এবং বাস্তুতন্ত্র
 
  1. Question: দ্বিতয়ি স্তরের খাদকদের মাংসাশী বলা হয় কেন?

    A
    এরা শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে বলে

    B
    এরা একাধিক স্তরের খাবার খায় বলে

    C
    এরা তৃণভোজী প্রাণীদের ভক্ষণ করে বলে

    D
    এরা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল বলে

    Note: Not available
    1. Report
  2. Question: মানুষকে সর্বভুক প্রাণী বলা হয় কেন?

    A
    তৃণভোজী প্রাণীদের ভক্ষণ করে বলে

    B
    একাধিক স্তরের খাবার খায় বলে

    C
    বিভিন্ন উদ্ভিদের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল বলে

    D
    বিভিন্ন প্রাণীর উপর পরোক্ষভাবে নির্ভরশীল বলে

    Note: Not available
    1. Report
  3. Question: ব্যাকটেরিয়াকে বিয়োজক বলা হয় কেন?

    A
    মৃত উদ্ভিদ ও প্রাণিদেহে ক্রিয়া করে সেগুলো বিয়োজিত করে বলে

    B
    জীবিত উদ্ভিদ ও প্রাণিদেহে ক্রিযা করে সেগুলো বিয়োজিত করে বলে

    C
    মৃত উদ্ভিদ ও জীবিত প্রাণিদেহে ক্রিযা করে সেগুলো বিয়োজিত করে বলে

    D
    জীবিত উদ্ভিদ ও মৃত প্রাণিদেহে ক্রিযা করে সেগুলো বিয়োজিত করে বলে

    Note: Not available
    1. Report
  4. Question: জুয়োপ্লাঙ্কটন বলতে কী বোঝায়?

    A
    ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ

    B
    তৃণভোজী প্রাণী

    C
    ক্ষুদ্র ক্ষুদ্র আণূবীক্ষণিক প্রাণী

    D
    ভাসমান বড় উদ্ভিদ

    Note: Not available
    1. Report
  5. Question: সবুজ উদ্ভিদ তার দেহের বৃদ্ধির জন্য কীভাবে খাদ্য তৈরি করে?

    A
    সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে

    B
    শ্বসন প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে

    C
    সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে

    D
    শ্বসন প্রক্রিয়ায় সৌরশক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে

    Note: Not available
    1. Report
  6. Question: বাস্তুতন্ত্রের ছত্রাকের কাজ কী?

    A
    জীবিত উদ্ভিদ ও প্রাণিদেহ বিয়োজিত করে জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত করা

    B
    মৃত উদ্ভিদ ও প্রাণিদেহ বিয়োজিত করে জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত করা

    C
    জীবিত উদ্ভিদ ও প্রাণিদেহ বিয়োজিত করে শুধু জৈব দ্রব্যাদিতে রূপান্তরিত করা

    D
    মৃত উদ্ভিদ ও প্রাণিদেহ বিয়োজিত করে শুধু অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত করা

    Note: Not available
    1. Report
  7. Question: পুকুরের বাস্তুতন্ত্রে তৃতীয় স্তরের খাদকের সংখ্যা বেড়ে গেলে কী ঘটবে?

    A
    অক্সিজেনের আধিক্য দেখা দিবে

    B
    বিয়োজকের সংখ্যা কমে যাবে

    C
    দ্বিতীয় স্তরের খাদকের সংখ্যা বেড়ে যাবে

    D
    সামগ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হবে

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি প্রথম স্তরের খাদক?

    A
    সিংহ

    B
    বক

    C
    ফাইটোপ্লাঙ্কটন

    D
    শামুক

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি বাস্তুতন্ত্রের জৈব উপাদান?

    A
    হিউমাস

    B
    মাটি

    C
    আলো

    D
    আদ্র্রতা

    Note: Not available
    1. Report
  10. Question: দ্বিতীয় স্তরের খাদক কোনটি?

    A
    গরু

    B
    ব্যাকটেরিয়া

    C
    মানুষ

    D
    প্রজাপতি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd